সন্ত্রাসের প্রতিবাদে সিপিআইএমের ডাকে বনধ কামারহাটি ও ইংরেজবাজারে

দলের ২ নেতার ওপর হামলার প্রতিবাদে কামারহাটিতে আজ সিপিআইএমের ডাকে চলছে ১০ ঘণ্টার বনধ। তবে কোথাও গাড়িঘোড়া আটকাবে না, সিপিআইএম। সন্ধে ৬ টায় বনধ শেষ হওয়ার পর বাদামতলা মোড়ে প্রতিবাদ সভা হবে। সেখানে যোগ দেবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও CPIM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিপিআইএমের অভিযোগ, বেলঘরিয়ার ঘটনায় হামলাকারীদের বদলে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে আক্রান্তদেরই। অভিযোগ সিপিআইএমের। সোমবার রাতে দলের নেতাকে  বাঁচাতে গিয়ে বেলঘরিয়ায়  হামলার মুখে পড়েন সিপিআইএম নেতা মানস মুখার্জি ও সুভাষ মুখার্জি। দুজনেরই অভিযোগ, তৃণমূল কর্মীরা যখন মারধর করছে  তখন পুলিস ছিল স্রেফ দর্শকের ভূমিকায়।

Updated By: Apr 8, 2015, 11:40 AM IST
সন্ত্রাসের প্রতিবাদে সিপিআইএমের ডাকে বনধ কামারহাটি ও ইংরেজবাজারে

ওয়েব ডেস্ক:দলের ২ নেতার ওপর হামলার প্রতিবাদে কামারহাটিতে আজ সিপিআইএমের ডাকে চলছে ১০ ঘণ্টার বনধ। তবে কোথাও গাড়িঘোড়া আটকাবে না, সিপিআইএম। সন্ধে ৬ টায় বনধ শেষ হওয়ার পর বাদামতলা মোড়ে প্রতিবাদ সভা হবে। সেখানে যোগ দেবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও CPIM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিপিআইএমের অভিযোগ, বেলঘরিয়ার ঘটনায় হামলাকারীদের বদলে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে আক্রান্তদেরই। অভিযোগ সিপিআইএমের। সোমবার রাতে দলের নেতাকে  বাঁচাতে গিয়ে বেলঘরিয়ায়  হামলার মুখে পড়েন সিপিআইএম নেতা মানস মুখার্জি ও সুভাষ মুখার্জি। দুজনেরই অভিযোগ, তৃণমূল কর্মীরা যখন মারধর করছে  তখন পুলিস ছিল স্রেফ দর্শকের ভূমিকায়।

কামারহাটির সঙ্গেই বামেরা বনধের ডাক দিয়েছে মালদাতেও।  বামেদের বিক্ষোভে পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ চলছে মালদার ইংরেজবাজারে। গতকাল ইংরেজ বাজার পুরসভার২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় তৈরি করতে যান তৃণমূল কর্মীরা। বাধা দেওয়ার অভিযোগ ওঠে  সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে। এনিয়ে  দুপক্ষের সংঘর্ষে  রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে ইংরেজবাজার থানার পুলিস। লাঠিচার্জে আহত হন ২৫ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী দোলন চাকি। সংঘর্ষে জখম হন বেশকয়েকজন পুলিস কর্মী।

.