'যেমন বাহিনী, তেমন স্ট্র্যাটেজি', শেষ দফায় শতরঞ্জ কী খিলাড়ি শুভেন্দু

যেমন বাহিনী, তেমন স্ট্র্যাটেজি। বাহিনী মোকাবিলায় নিজের অঙ্কেই ভোটের স্ট্র্যাটেজি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোট হল শান্তিতেই।  বিরোধীদের অভিযোগ, শুভেন্দু বাহিনীর হুমকির জেরে বহু গ্রামের বাসিন্দাই ঘরবন্দি।

Updated By: May 5, 2016, 09:40 PM IST
'যেমন বাহিনী, তেমন স্ট্র্যাটেজি', শেষ দফায় শতরঞ্জ কী খিলাড়ি শুভেন্দু

ওয়েব ডেস্ক: যেমন বাহিনী, তেমন স্ট্র্যাটেজি। বাহিনী মোকাবিলায় নিজের অঙ্কেই ভোটের স্ট্র্যাটেজি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোট হল শান্তিতেই।  বিরোধীদের অভিযোগ, শুভেন্দু বাহিনীর হুমকির জেরে বহু গ্রামের বাসিন্দাই ঘরবন্দি।

সবুজ গালিচায় স্ট্র্যাটেজি বদলে বিখ্যাত ছিল ব্রাজিল। চার-চার দুই থেকে একঝটকায় চার তিন-তিন। স্ট্র্যাটেজি বদলে শতরঞ্জ কী খিলাড়ি ছিলেন দাবা সম্রাট কাসপারভ। বাহিনীর সঙ্গে লড়াইয়ে  স্ট্র্যাটেজি সাজিয়ে চমক দিয়েছেন  অধিকারী গড়ের রাজা শুভেন্দু অধিকারীও। শেষ বেলায় নিজেই স্ট্র্যাটেজি ফাঁস করেছেন তিনি।

বিরোধীদের অভিযোগ, ভোটের আগের দিনই হুমকি দিয়ে ভোটারদের ঘরবন্দি করেছে শুভেন্দু বাহিনী। অনেকটা নন্দীগ্রাম মডেলেই  ভোট  হয়েছে পূর্ব মেদিনীপুরের ষোল কেন্দ্রে। বড় কোনও অশান্তির খবরও মেলেনি। কিন্তু নন্দীগ্রামের দুশো ছিয়াত্তর বুথের মধ্যে মাত্র একতিরিশটি বুথে পোলিং এজেন্টই  দিতে পারেননি বিরোধীরা।

বিরোধীদের অভিযোগ সোজা ব্যাটে উড়িয়েছেন শুভেন্দু, "আমি কী এজেন্ট সাপ্লাই দেব?"

দিনভর বুথে বুথে ঘোরা। সময় সময় কর্মীদের নির্দেশ দিয়েছেন মাথা ঠান্ডা রাখার। দুপুরে খাওয়া সেরেছেন দলীয় কর্মী নিশিকান্ত মণ্ডলের বাড়িতে। এভাবেই শুভেন্দু ওরফে অধিকারী পরিবারের বাবু  ভোট সামলেছেন নিজের ছকে। অন্যদিকে ভাই দিব্যেন্দু ওরফে বুবাই দক্ষিণ কাঁথিতে বিলিয়েছেন মুড়ি বাতাসা । 

শান্তিকুঞ্জের কর্তা শিশির অধিকারী স্ট্র্যাটেজি নিয়ে রেখেছেন হালকা রহস্য। অধিকারী পরিবারের নিজস্ব অঙ্কেই ভোট হয়েছে মেদিনীপুরে। সব মিটেছে শান্তিতেই। আধা সেনার এরিয়া ডমিনেন্সের মধ্যেই নিজের কেন্দ্র নন্দীগ্রামে ডমিনেন্স বজায় রেখেছেন শুভেন্দু।

.