নির্বাচন কমিশন এখন রাজ্য সরকারের অ্যাপেন্ডিক্স, কটাক্ষ বিমান বসুর
নির্বাচন কমিশন এখন রাজ্য সরকারের অ্যাপেন্ডিক্স । কমিশনের নির্দিষ্ট কোনও ভূমিকা নেই। ভোটেও নেই। ভোটের পরেও নেই। তাই কমিশন থাকা না থাকায় কিছু এসে যায় না। মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
ওয়েব ডেস্ক: নির্বাচন কমিশন এখন রাজ্য সরকারের অ্যাপেন্ডিক্স । কমিশনের নির্দিষ্ট কোনও ভূমিকা নেই। ভোটেও নেই। ভোটের পরেও নেই। তাই কমিশন থাকা না থাকায় কিছু এসে যায় না। মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
রাজ্য নির্বাচন কমিশনারকে মেরুদণ্ডহীন বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর অভিযোগ, রাজ্য সরকার যা ঠিক করে দিচ্ছে তাই মেনে চলছে কমিশন। তাঁর প্রশ্ন , তাহলে নির্বাচন কমিশনের স্বাধীন সত্ত্বা কোথায়?
এর আগেও ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে রাজ্যে। তাদের মোতায়েন করেনি রাজ্য সরকার। এবার ভোটে কেন্দ্রীয় বাহিনী এলেও অন্য রকম কিছু হত, এমনটা মনে করেন না তিনি। প্রতিক্রিয়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
আগামী ২৫ তারিখ ৯১টি পুরসভার নির্বাচনের দিন সংবিধান প্রদত্ত অধিকার ব্যবহার করুক কমিশন। পুলিস যাতে নিরপেক্ষতা বজায় রাখে, সেদিকও নজর দিতে হবে কমিশনকে। দাবি করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।