বছর দেড়েক পর আজ এসএসসির টেট পরীক্ষা
আজ এসএসসির টেট পরীক্ষা। প্রায় দেড় বছর পর শিক্ষক নিয়োগের এই পরীক্ষা আয়োজিত হচ্ছে রাজ্যজুড়ে। আজ মোট পাঁচটি রিজিওনে একসঙ্গে এই পরীক্ষা হবে। একহাজার সাতাশটি কেন্দ্রে পরীক্ষায় বসবেন মোট ৪ লক্ষ ৯৩ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার সময় বেলা সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত।
ওয়েব ডেস্ক: আজ এসএসসির টেট পরীক্ষা। প্রায় দেড় বছর পর শিক্ষক নিয়োগের এই পরীক্ষা আয়োজিত হচ্ছে রাজ্যজুড়ে। আজ মোট পাঁচটি রিজিওনে একসঙ্গে এই পরীক্ষা হবে। একহাজার সাতাশটি কেন্দ্রে পরীক্ষায় বসবেন মোট ৪ লক্ষ ৯৩ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার সময় বেলা সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত।
এবারে এনসিটিই-র নিয়ম অনুযায়ী টেট পরীক্ষার সঙ্গে নিয়োগের সরাসরি কোনও সম্পর্ক থাকছে না। আজকের পরীক্ষা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের জন্য। গতবার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সময়মতো প্রশ্নপত্র না পৌছনয় দুবার পরীক্ষা নিতে হয়েছিল। এবারে সেন্টার ইনচার্জ মনে করলে পরীক্ষা কেন্দ্রের ভিডিওগ্রাফি করাতে পারবেন।