বামনগাছিতে আজ সভা মুকুলের, সৌরভের নাম ব্যবহার নিয়ে আপত্তি পরিবারের
আজ বামনগাছির চৌমাথায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। সভা শেষে নিহত সৌরভ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি। কিন্তু সৌরভের পরিবারের দাবি সৌরভের নাম যেন কোনও রাজনৈতিক মঞ্চে ব্যবহার না করা হয়। প্রশাসনের ওপর এখনও আস্থা রয়েছে নিহতের পরিবারের। তাঁরা চান মুখ্যমন্ত্রী অন্তত একবার এলাকায় আসুন।
আজ বামনগাছির চৌমাথায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। সভা শেষে নিহত সৌরভ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি। কিন্তু সৌরভের পরিবারের দাবি সৌরভের নাম যেন কোনও রাজনৈতিক মঞ্চে ব্যবহার না করা হয়। প্রশাসনের ওপর এখনও আস্থা রয়েছে নিহতের পরিবারের। তাঁরা চান মুখ্যমন্ত্রী অন্তত একবার এলাকায় আসুন।
প্রবল সমালোচনার মুখে পড়ে কদিন আগে সৌরভ হত্যায় দোষীদের শাস্তি চেয়ে পথে নামে তৃণমূল। মিছিল বাড়ির পাশ দিয়ে চলে গেলেও শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেননি তৃণমূলের কেউ। তারপর থেকেই ঘটনার যেন রাজনীতিকরণ না হয় তার দাবি জানিয়েছে সৌরভের পরিবার।
এই ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শ্যামল। পুলিসের চোখে ধুলো গিতে ন্যাড়া হয়েছিল শয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। রামপুরহাট থেকে ধরা পড়ে বামনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার। সঙ্গে তার শাগরেদ তোতাও।