হাতির রাগ গিয়ে পড়ল বনকর্মীদের ওপর, গ্রেফতার ৯

বাঁকুড়ার সোনামুখিতে বনকর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে মোট ৯ জন।  গ্রামবাসীদের একাংশের দাবি, হাতি তাড়াতে ডাকা হলেও বনকর্মীদের টিকি পাওয়া যায় না। তাই সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ।  

Updated By: Jan 28, 2015, 08:45 AM IST

ওয়েব ডেস্ক: বাঁকুড়ার সোনামুখিতে বনকর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে মোট ৯ জন।  গ্রামবাসীদের একাংশের দাবি, হাতি তাড়াতে ডাকা হলেও বনকর্মীদের টিকি পাওয়া যায় না। তাই সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ।  

হাতির তাণ্ডবে ফসল নষ্ট। জীবনহানি। সোনামুখির পাথরা গ্রামের বাসিন্দাদের দাবি, বনকর্মীদের ডাকা সত্বেও তাঁরা আসেন না। হাতি তাড়াতে নাজেহাল অবস্থা হয়। সোমবার হাতির হানায় গ্রামের যুবকের পর গ্রামবাসীদের রেঞ্জ অফিসে হামলা চালায় বলে অভিযোগ। আহত হন তিনজন বনকর্মী। বনকর্মীদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে, পরিকাঠামো এবং কর্মী সংখ্যা কম থাকায় সব সময় তাঁরা সময় মত পৌছতে পারেন না।

মঙ্গলবার আহত বনকর্মীদের দেখতে হাসপাতালে যান প্রধান মুখ্য বনপাল। পরিকাঠামো বা কর্মীর অভাবের কথা অস্বীকার করেছেন তিনি। পাথরা গ্রামের বাসিন্দাদের একটাই দাবি, সমস্যা সমাধানে উদ্যোগ নিক বন দফতর।

.