'লোহা চোর' বিধায়ক সোহরাব আলির স্ত্রী জিতলেন নির্দলের টিকিটে

ভোটে না দাঁড়িয়েও, ঘরে এল জয়। আসানসোলে ৮২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল বিধায়ক সোহরাব আলির স্ত্রী, নার্গিস বানো। জিতলেন নির্দল হিসেবে। তৃণমূল অবশ্য আগেই তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছে। পুরভোটের ঠিক আগে, লোহাচুরির দায়ে সোহরাব আলিকে দু-বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আসানসোল আদালত। পরে শীর্ষ আদালতের নির্দেশে জেলে যাওয়া আটকানো গেলেও, প্রার্থী হতে পারেননি সোহরাব আলি। মনোনয়ন পত্র জমা দিয়েও, দলের নির্দেশে তা ফিরিয়ে নিতে বাধ্য হন তৃণমূল বিধায়ক। একই ওয়ার্ডে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে, ভোটে লড়েন তাঁর স্ত্রী।  

Updated By: Oct 10, 2015, 02:12 PM IST

ওয়েব ডেস্ক: ভোটে না দাঁড়িয়েও, ঘরে এল জয়। আসানসোলে ৮২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল বিধায়ক সোহরাব আলির স্ত্রী, নার্গিস বানো। জিতলেন নির্দল হিসেবে। তৃণমূল অবশ্য আগেই তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছে। পুরভোটের ঠিক আগে, লোহাচুরির দায়ে সোহরাব আলিকে দু-বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আসানসোল আদালত। পরে শীর্ষ আদালতের নির্দেশে জেলে যাওয়া আটকানো গেলেও, প্রার্থী হতে পারেননি সোহরাব আলি। মনোনয়ন পত্র জমা দিয়েও, দলের নির্দেশে তা ফিরিয়ে নিতে বাধ্য হন তৃণমূল বিধায়ক। একই ওয়ার্ডে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে, ভোটে লড়েন তাঁর স্ত্রী।  

আসানসোলে ১০৬টির মধ্যে ১০০টি ওয়ার্ডের ফলাফল ঘোষিত। ৭১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। বামেরা জয়ী হয়েছে ১৬টি আসনে। বিজেপি সাতটি আসনে এবং কংগ্রেস দুটি আসনে জিতেছে। নির্দল জিতেছে চারটি আসনে। গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথম জয় আসে ঘাসফুল শিবিরে। জেতেন তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কার্তিক ধীবর।  

আসানসোলের নয় নম্বর ওয়ার্ডে জিতেছেন বামপ্রার্থী তাপস কবি। প্রত্যাশা মতো জিতেছেন , তৃণমূলের অমর চ্যাটার্জি, জীতেন্দ্রনাথ তেওয়াড়ি। বিরাশি নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে জিতেছেন সোহরাম আলির স্ত্রী নার্গিস বানু।

.