মদ্যপদের মারে মৃত্যুর ঘটনায় ধৃত ৬, পুলিস দেখছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

প্রতিবাদের মাশুল দিতে হল প্রাণ দিয়ে। মদ্যপ যুবকদের বেসামাল আচরণের প্রতিবাদ করায় খুন হতে হল সোদপুরের এক ব্যক্তিকে। গতকাল রাতে তার বাড়িতে চড়াও হয় ওই যুবকরা। বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

Updated By: Jan 25, 2014, 03:25 PM IST

সোদপুরে মদ্যপানের প্রতিবাদে পিটিয়ে মারার ঘটনায় ছজনকে আটক করল পুলিস। আজ সকালে সোদপুরের বিভিন্ন এলাকায় তল্লাসি চালিয়ে ছজনকে আটক করে পুলিস। নিহত পার্থ বিশ্বাস তৃণমূলের সমর্থক। অভিযুক্ত যুবকরাও শাসকদলের সমর্থক বলে সূত্রের খবর। গোটা ঘটনায় দলীয় অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস।

প্রতিবাদের মাশুল দিতে হল প্রাণ দিয়ে। মদ্যপ যুবকদের বেসামাল আচরণের প্রতিবাদ করায় খুন হতে হল সোদপুরের এক ব্যক্তিকে। গতকাল রাতে তার বাড়িতে চড়াও হয় ওই যুবকরা। বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

শুক্রবার সকালে সোদপুরের সুশীলকৃষ্ণ গালর্স হাইস্কুলের সামনে স্থানীয় কিছু যুবককে মদ্যপান করতে দেখেন এলাকার বাসিন্দা পার্থ বিশ্বাস। ঘটনার প্রতিবাদ করেন তিনি। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও রাতে পার্থ বিশ্বাসের বাড়িতে চড়াও হন ওই যুবকরা। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেসরকারি সংস্থার কর্মী বছর আটত্রিশের পার্থ বিশ্বাসের। এরপরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিস ঘটনাস্থলে পৌ ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।

.