আজ সকালে স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে দাঁড়াশ সাপ দেখে আতঙ্ক!

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পর এবার মালবাজারের ওদলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার। আজ সকালে স্বাস্থ্যকেন্দ্রের  কোয়ার্টারে দাঁড়াশ সাপ দেখে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বন দফতরে। তবে বন দফতর আসার আগেই স্থানীয়রাই সাত ফিট লম্বা দাঁড়াস সাপটিকে বস্তাবন্দি করে। বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। সাপটিকে ছাড়া হবে গরুমারার জঙ্গলে। গতকাল বিষাক্ত কালাচ সাপ দেখা যায়  ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে চিকিত্সকদের শৌচালয়ে।  

Updated By: Oct 28, 2016, 11:12 AM IST
আজ সকালে স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে দাঁড়াশ সাপ দেখে আতঙ্ক!

ওয়েব ডেস্ক: ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পর এবার মালবাজারের ওদলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার। আজ সকালে স্বাস্থ্যকেন্দ্রের  কোয়ার্টারে দাঁড়াশ সাপ দেখে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বন দফতরে। তবে বন দফতর আসার আগেই স্থানীয়রাই সাত ফিট লম্বা দাঁড়াস সাপটিকে বস্তাবন্দি করে। বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। সাপটিকে ছাড়া হবে গরুমারার জঙ্গলে। গতকাল বিষাক্ত কালাচ সাপ দেখা যায়  ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে চিকিত্সকদের শৌচালয়ে।  

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!

দুপুরে শৌচাগারে হাত ধুতে গিয়ে  গিয়ে এক জুনিয়র ডাক্তারের নজরে আসে সাপ। বেসিনের তলায় জলের পাইপে পেচিয়ে ছিল বিষধর। তবে ধরার আগেই উধাও হয় সাপ। সাপ ধরা না পড়ায়  উদ্বেগ বেড়েছে পুরুষদের মেডিসিন বিভাগের চিকিতসাধীন রোগীদের ।রীতিমতো আতঙ্কে ওই শৌচাগার ব্যবহার বন্ধ করেছেন চিকিত্‍সকেরা।

আরও পড়ুন  নিয়ন্ত্রণরেখায় পাক উস্কানিতে টেনশন চড়ছে

.