মালদায় উট পাচারের চেষ্টা বিফলে
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল সাতটি উট। আজ ভোর রাতে উটগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। তখনই পথ আটকায় বিএসএফ। কিন্তু, দুষ্কৃতীরা পালিয়ে যায়।
Updated By: Jan 29, 2015, 02:21 PM IST
ওয়েব ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল সাতটি উট। আজ ভোর রাতে উটগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। তখনই পথ আটকায় বিএসএফ। কিন্তু, দুষ্কৃতীরা পালিয়ে যায়।
এদিকে, ডুয়ার্সের মালবাজার অঞ্চলে সেনা ছাউনিতে খাচাবন্দি হল পূর্ণ বয়স্ক একটি চিতাবাঘ।
এই নিয়ে গত দেড় মাসে লিস রিভার চা বাগান সংলগ্ন সেনা ছাউনি থেকে মোট চারটি চিতাবাঘ খাঁচাবন্দি হল। সকালে সামরিক আবাসনের বাসিন্দারা চিতাবাঘের আওয়াজ শুনতে পান। তারপরই তাঁরা লক্ষ্য করেন যে বনদফতরের পাতা ফাঁদে আটকা পড়েছে একটি পূর্ণ বয়স্ক স্ত্রী চিতাবাঘ। এরপর বনদফতরের কর্মীরা চিতাবাঘটিকে নিয়ে যান। শারীরিক পরীক্ষার পর গরুমারা অভয়ারণ্যে ছাড়া হবে।
Tags: