সিঙ্গুরে এখন সাজো সাজো রব

আন্দোলনের ধাত্রীভূমিতে বিজয় উত্সবের প্রস্তুতি। সিঙ্গুরে এখন সাজো সাজো রব। আগামী ১৪ই সেপ্টেম্বর সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন অনিচ্ছুক কৃষকদের কয়েকজনের হাতে জমির পাট্টা ও ক্ষতিপূরণের চেক তুলে দেবেন তিনি। সেইমতো তৈরি হচ্ছে মঞ্চ। ডেকোরেটর্সকে দিয়ে কাজ করাচ্ছে PWD।  

Updated By: Sep 11, 2016, 03:45 PM IST
সিঙ্গুরে এখন সাজো সাজো রব

ওয়েব ডেস্ক: আন্দোলনের ধাত্রীভূমিতে বিজয় উত্সবের প্রস্তুতি। সিঙ্গুরে এখন সাজো সাজো রব। আগামী ১৪ই সেপ্টেম্বর সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন অনিচ্ছুক কৃষকদের কয়েকজনের হাতে জমির পাট্টা ও ক্ষতিপূরণের চেক তুলে দেবেন তিনি। সেইমতো তৈরি হচ্ছে মঞ্চ। ডেকোরেটর্সকে দিয়ে কাজ করাচ্ছে PWD।  

আরও পড়ুন- সিঙ্গুরের রায় নিয়ে কী বলেছিলেন সূর্যকান্ত মিশ্র

বিজয় দিবসের জন্য দুটি খোলা মঞ্চ তৈরি হচ্ছে। অনুষ্ঠানের দিন বড় মঞ্চে বসবেন মুখ্যমন্ত্রী। পাশের  মঞ্চে থাকবেন তাপসী মালিকের পরিবার সহ সিঙ্গুর কৃষি আন্দোলনের অন্যান্য প্রতিনিধিরা। ইতিমধ্যেই কয়েকশো চেক রেডি হয়ে গেছে। অন্যদিকে, জমি জরিপের কাজ চলছে পুরোদমে।

সুপ্রিম কোর্টে ঐতিহাসিক সিদ্ধান্তের পর গত ২ সেপ্টেম্বর সিঙ্গুর দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিঙ্গুর রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা 'ল্যান্ডমার্ক ভিকট্রি'।

২০১১ বিধানসভা ভোটে জেতার পরেও একটা কাজ বাকি রয়ে গিয়েছিল। সিঙ্গুর নিয়ে শীর্ষ আদালতের রায়ে দীর্ঘদিনের সেই স্বপ্নপূরণ হল। তিনি খুশি। বলেছিলেন মুখ্যমন্ত্রী। 

.