নজিরবিহীন নজরদারিতে ২০১৬ বিধানসভা ভোট!

২০১৬ বিধানসভা নির্বাচনে কড়া নজরদারি থাকবে জাতীয় নির্বাচন কমিশনের। আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে সেকথা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি।

Updated By: Mar 4, 2016, 08:18 PM IST
নজিরবিহীন নজরদারিতে ২০১৬ বিধানসভা ভোট!

ওয়েব ডেস্ক : ২০১৬ বিধানসভা নির্বাচনে কড়া নজরদারি থাকবে জাতীয় নির্বাচন কমিশনের। আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে সেকথা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি।

নির্বাচনে নিরাপত্তা বিষয়ে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন,

  • এবারের ভোটে রাজ্যের সব কেন্দ্রে মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। আর সেই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না।
  • প্রতিটি টহলদারি গাড়িতে থাকবে GPS সিস্টেম।
  • নজরদারি চলবে কন্ট্রোলরুম থেকে।
  • প্রতিটি জেলায় ৫জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত থাকবেন। তাঁদের কাজের উপরও নজর থাকবে নির্বাচন কমিশনের।
  • বাজেয়াপ্ত করা হবে সমস্তরকম বেআইনি অস্ত্র।
  • একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু ভোটদান সুনিশ্চিত করতে বুথ পর্যন্ত প্রতিটি ভোটারকে দেওয়া হবে নিরাপত্তা।
  • সচিত্র ভোটার স্লিপ বাধ্যতামূলক।
  • মিলিয়ে দেখা হবে মোবাইল নাম্বার।
.