সিঙ্গুরে কারখানার গেটে পাহারা বসাচ্ছে কৃষিজমি রক্ষা কমিটি
জমি জরিপে বাধা বরদাস্ত নয়। সিঙ্গুরে কারখানার গেটে তাই পাহারা বসাচ্ছে কৃষিজমি রক্ষা কমিটি। পালা করে জমি পাহারা দেবেন কমিটির কোনও না কোনও সদস্য।
Updated By: Sep 3, 2016, 07:16 PM IST
ওয়েব ডেস্ক: জমি জরিপে বাধা বরদাস্ত নয়। সিঙ্গুরে কারখানার গেটে তাই পাহারা বসাচ্ছে কৃষিজমি রক্ষা কমিটি। পালা করে জমি পাহারা দেবেন কমিটির কোনও না কোনও সদস্য।
আরও পড়ুন- আশায় বুক বাঁধছে সিঙ্গুর
অনেক যুদ্ধের পর ফিরেছে কৃষিজমি। এখন তীরে এসে তরী যেন না ডোবে। তাই টাটাদের কারখানার গেটে পাহারা বসানোর কথা ভাবছে কৃষিজমি রক্ষা কমিটি। জমি হস্তান্তর শেষ না হওয়া পর্যন্ত কারখানার গেটে ক্যাম্প করবে কৃষিজমি রক্ষা কমিটি। ২৪ ঘণ্টাই ওই ক্যাম্পে কেউ না কেউ পাহারায় থাকবেন। যদিও, কমিটির আশঙ্কা উড়িয়ে দিয়েছে ন্যানো বাঁচাও কমিটি। আসলে এখনও সিঙ্গুরের কৃষক পরিবারেরগুলো আশা-আশঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছে।