টাকা নিয়ে বৃত্তির ফর্ম, অভিযোগের নিশানায় কংগ্রেসের পঞ্চায়েত

দেড়শো টাকায় বিক্রি হচ্ছে অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতরের বৃত্তির ফর্ম। অভিযোগ, উত্তর দিনাজপুরের হেমতাবাদের কংগ্রেস পরিচালিত চৈনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের সদস্যরা এ বিষয়ে কিছু বলতে চাননি।

Updated By: Nov 22, 2011, 06:42 PM IST

দেড়শো টাকায় বিক্রি হচ্ছে অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতরের বৃত্তির ফর্ম। অভিযোগ, উত্তর দিনাজপুরের হেমতাবাদের কংগ্রেস পরিচালিত চৈনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের সদস্যরা এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হেমতাবাদের বিডিও। চৈনগর গ্রাম পঞ্চায়েতের বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১,২০০। এদের মধ্যে অধিকাংশ তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের। অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতর থেকে বছরে তাদের ৪৮০ টাকা অনুদান দেওয়া হয়। অভিযোগ, আবেদন পত্র হাতে পেতেই চলে যাচ্ছে একশো থেকে দেড়শো টাকা। বেআইনিভাবে এই টাকা আদায় করছেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতে ক্ষমতাসীন কংগ্রেসের অন্য সদস্যরা। এ নিয়ে, ব্লক অফিসে অভিযোগ জানিয়েছে ছাত্রছাত্রীরা। যদিও, কাজের কাজ কিছু হয়নি। কংগ্রেস পরিচালিত হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন বিষয়টি তাঁর জানা নেই। অন্য দিকে টাকা নিয়ে বৃত্তির ফর্ম বিক্রির বিষয়টি তিনি পঞ্চায়েতের মিটিংয়ে তুলবেন বলে জানিয়েছেন, চৈনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা।

.