বরানগরে যুবতী আত্মহত্যার ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বড় আন্দোলনের হুমকি দিলেন রূপা

Updated By: Aug 24, 2015, 08:32 PM IST
বরানগরে যুবতী আত্মহত্যার ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বড় আন্দোলনের হুমকি দিলেন রূপা

বরানগরের যুবতীর আত্মহত্যার ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন  বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। কিছুক্ষণ আগেই আত্মঘাতী যুবতীর বাড়ি পৌছছেন রূপা।  সঙ্গে জয়প্রকাশ মজুমদার সহ একাধিক রাজ্য নেতা। রূপার অভিযোগ, পুলিস মূল অভিযুক্ত প্রীতম ও তার পরিবারকে পালাতে সাহায্য করেছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে বড় আন্দোলনে হুমকি দিয়েছেন রূপা।

অন্যদিকে, গতকাল এঘটনায় জড়িত সন্দেহে যে ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিস। ধৃত শুক্লা কর, রাণা রায়, পম্পা সরকার, কমল কর ও শিবাণী রায়কে ইতিমধ্যেই আনা হয়েছে বারাকপুর মহকুমা আদালতে।  গ্রেফতার হয়েছে টুম্পা সরকার নামে আরও এক মহিলা। বরানগরের ফরওয়ার্ড কলোনির বাসিন্দাদের অভিযোগ, কিশোরীকে হেনস্থার পিছনে রয়েছে শাসকদলের কয়েকজন নেতানেত্রীর মদত। পুলিসের বিরুদ্ধেও ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার মাশুল গুনতে হয়েছে এক কিশোরীকে। দিনের পর দিন চরম হেনস্থার শিকার হয়ে শেষপর্যন্ত গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন তিনি। ধৃতদের মধ্যে চার মহিলার ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজত ও বাকি দুজনের ২৮ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

.