পায়রা চুরির সালিশ সভাকে ঘিরে রণক্ষেত্র ইংরেজবাজার
সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার ইংরেজবাজার এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন।
Updated By: Aug 24, 2015, 07:56 PM IST
![পায়রা চুরির সালিশ সভাকে ঘিরে রণক্ষেত্র ইংরেজবাজার পায়রা চুরির সালিশ সভাকে ঘিরে রণক্ষেত্র ইংরেজবাজার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/24/41777-pigeonchuri.jpg)
ওয়েব ডেস্ক: সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার ইংরেজবাজার এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন।
পাঁচদিন আগে আইবুল শেখ নামে এক বাসিন্দার ছাগল ও পায়রা চুরি হয়। অভিযোগ ওঠে তাঁরই প্রতিবেশী জার্মান শেখের বিরুদ্ধে। সেই নিয়ে বিবাদ চরমে ওঠে। গতকাল সন্ধ্যায় স্থানীয় সাহেব মহলদারের নেতৃত্বে বসে সালিশি সভা। অভিযোগ সভা চলাকালীনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইংরেজবাজার থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ইংরেজ বাজার থানার পুলিস।