আলিপুরে ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত রূপা গাঙ্গুলি
প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। আজ আলিপুরের গোপালনগর মোড়ে তাঁর সভা ছিল। অভিযোগ, সেখানে মঞ্চ ওঠার আগেই তাঁকে হেনস্থা করা হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। চুয়াত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অবশ্য বলছেন, সবটাই বিজেপির সাজানো ।
ওয়েব ডেস্ক: প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। আজ আলিপুরের গোপালনগর মোড়ে তাঁর সভা ছিল। অভিযোগ, সেখানে মঞ্চ ওঠার আগেই তাঁকে হেনস্থা করা হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। চুয়াত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অবশ্য বলছেন, সবটাই বিজেপির সাজানো ।
কলকাতা পুরসভার চুয়াত্তর নম্বর ওয়ার্ডে গোপালনগর মোড়। দলীয় প্রার্থীর সমর্থনে এখানেই সভা করতে এসেছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। কিন্তু, সভা করতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হল নেত্রীকে। কারা এভাবে নিগ্রহ করল রূপা গাঙ্গুলিকে? চুয়াত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কিন্তু বলছেন পুরোটাই বিজেপির সাজানো ঘটনা।
অভিযোগ, মঙ্গলবার সকাল থেকেই সভা না করতে বারবার বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল। পরিস্থিতি চরমে ওঠে বিকেলে। রূপা গাঙ্গুলিকে হেনস্থার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে যান বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। আলিপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।