পরিকাঠামো ছাড়াই তিস্তা পারে চলছে ঝুঁকির রাফটিং, স্পেশাল রিপোর্ট
Updated By: Jun 23, 2015, 09:46 AM IST
রাজ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টস বলতেই মনে আসে তিস্তায় রাফটিং। কিন্তু, পর্যটকদের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা রয়েছে কি? উত্তর খুঁজতে তিস্তা পারে ঘুরে এলেন আমাদের প্রতিনিধি।
শিলিগুড়ি-গ্যাংটক 31A জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা। এখানেই রয়েছে রাফটিংয়ের ব্যবস্থা। GTA-এর থেকে অনুমতি নিয়ে প্রায় তিনশো স্থানীয় বাসিন্দা পর্যটকদের রাফটিং করান। রাফটিং রুটের অধিকাংশই প্রত্যন্ত এলাকায়। বিপদে পড়লে ভরসা লাইফ জ্যাকেট আর
দড়ি!
রাফটিং ব্যবসায় যুক্ত গ্রামবাসীদের কথাতেই পরিষ্কার, কোনওরকম পরিকাঠামো ছাড়াই চলছে এই ঝুঁকির খেলা।