অনুব্রতকে বাঁচাতে কমিশন, জেলাশাসককে উপেক্ষা পুলিসের

অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক বক্তব্য নিয়ে নির্বাচন কমিশন ও জেলাশাসকের নির্দেশকে কার্যত উপেক্ষাই করল পাড়ুই থানা। গতকালই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নিতে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকও জানান, নির্বাচন কমিশনের ওই নির্দেশ তিনি পাঠিয়ে দিয়েছেন নির্দিষ্ট জায়গায়।

Updated By: Jul 24, 2013, 09:28 AM IST

অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক বক্তব্য নিয়ে নির্বাচন কমিশন ও জেলাশাসকের নির্দেশকে কার্যত উপেক্ষাই করল পাড়ুই থানা। গতকালই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নিতে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকও জানান, নির্বাচন কমিশনের ওই নির্দেশ তিনি পাঠিয়ে দিয়েছেন নির্দিষ্ট জায়গায়।
কিন্তু পাড়ুই থানার আইসি-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই। জেলাশাসকের নির্দেশ সত্বেও কী কারণে পাড়ুই থানা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করল না, সেবিষয়ে প্রশ্ন উঠছে।

.