জলপাইগুড়ি জেলা ভাগ করতে চান মুখ্যমন্ত্রী

নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি এসে জেলাভাগের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। জটেশ্বরের জানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি জেলা ভাগ করে দুটি জেলা হবে। তার প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পরেই জেলা ভাগ করে দেওয়া হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে এক দফায় নির্বাচন হলে অশান্তি হতো না।

Updated By: Jul 23, 2013, 08:54 PM IST

নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি এসে জেলাভাগের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। জটেশ্বরের জানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি জেলা ভাগ করে দুটি জেলা হবে। তার প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পরেই জেলা ভাগ করে দেওয়া হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে এক দফায় নির্বাচন হলে অশান্তি হতো না।
তিন দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর । চতুর্থ দফার নির্বাচনে হিংসার জন্য সিপিআইএম ও কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কেএলও-দের উদ্দেশে অস্ত্র ছাড়ার আহ্বান জানান।  তরাই ও ডুয়ার্সের জন্য একগুচ্ছ প্রকল্পের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

.