অবহেলার অন্ধকারে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে

বর্ধমানের রায়নার সুবলদহ গ্রাম। ১৮২৫ সালে এই গ্রামেই জন্মেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। স্বাধীনতার পর ৬৬ বছর কেটে গিয়েছে। এখনও নিতান্ত অবহেলায়, অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে রাসবিহারী বসুর জন্মভিটে।

Updated By: Aug 15, 2013, 12:06 PM IST

বর্ধমানের রায়নার সুবলদহ গ্রাম। ১৮২৫ সালে এই গ্রামেই জন্মেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। স্বাধীনতার পর ৬৬ বছর কেটে গিয়েছে। এখনও নিতান্ত অবহেলায়, অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে রাসবিহারী বসুর জন্মভিটে।
গ্রামের মানুষের দাবি, সরকারের সহযোগিতায় এখানে গড়ে তোলা হোক একটি সংগ্রহশালা। এই গ্রামেই জন্মে ছিলেন অগ্নিযুগের বিপ্লবী রাসবিহারী বসু। শৈশবে বেশ কিছু দিন এই সুবল দহেই কাটিয়েছিলেন তিনি। প্রাইমারি স্কুলের পাঠ সেরে গ্রাম ছাড়েন রাসবিহারী বসু।
 
স্বাধীনতার পর বহু বদল এসেছে রায়নার সুবলদহ গ্রামে। কিন্তু প্রশাসনের উদাসিনতায়  গ্রামের এককোণেই পড়ে থেকেছে রাসবিহারী বসুর জন্ম ভিটে।  জীর্ণদশায়। গ্রামের মানুষের দাবি, জন্মভিটেটি অধিগ্রহণ করুক সরকার। বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিতে তৈরি হোক সংগ্রহশালা।
 
একই দাবি রাসবিহারী বসুর পরিবারের সদস্যদেরও।
 
দেশ স্বাধীন হওয়ার পর কেটে গিয়েছে ৬৬ট্টি বছর। এতগুলো বছরে এই একটি দাবিই জানিয়ে আসছে সুবলদহ, যথাযথ মর্যাদার সঙ্গে রক্ষা করা হোক, রাসবিহারী বসুর জন্ম ভিটে।
 

.