খয়রাশোল খুন: এফআইআরে নাম ব্লক তৃণমূল সভাপতির, অভিযুক্ত ১২, ধৃত ৫

বীরভূমের খয়রাশোলে তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনায় এফআইআর দায়ের হল। গতকাল রাতে নিহত নেতার অন্ত্যেষ্টির পর তাঁর পরিবার এফআইআর দায়ের করে। এফআইআরে নাম রয়েছে ১২ জনের। নাম রয়েছে ব্লক তৃণমূল সভাপতি অশোক মুখার্জির।

Updated By: Aug 14, 2013, 01:42 PM IST

বীরভূমের খয়রাশোলে তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনায় এফআইআর দায়ের হল। গতকাল রাতে নিহত নেতার অন্ত্যেষ্টির পর তাঁর পরিবার এফআইআর দায়ের করে। এফআইআরে নাম রয়েছে ১২ জনের। নাম রয়েছে ব্লক তৃণমূল সভাপতি অশোক মুখার্জির।
১২ জনের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। গতকালই নিহত নেতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সিউড়ি হাসপাতালে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। দলীয় নেতা খুনের তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিল্পমন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। পোড়ানো হয় খয়রাশোলে তৃণমূলের  সাতটি দলীয় কার্যালয়।

.