কনভেন্টের আবাসিকদের কাছে অচেনা রানাঘাটকাণ্ডে ধৃত সালিম শেখ

রানাঘাটকাণ্ডে ধৃত সালিম শেখকে গভীর রাতে নিয়ে যাওয়া হয় কনভেন্টে। আবাসিকদের সামনে নিয়ে যাওয়া হয় ধৃতকে। যদিও সালিমকে চিনতে  পারেননি কনভেন্টের আবাসিকরা। আজও গোপাল সরকার এবং সালিম শেখকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিআইডি। সকাল থেকেই ভবানী ভবনে চলে জেরা। সব দুষ্কৃতী বাংলাদেশে গা ঢাকা দেয়নি। কয়েকজন রয়ে গেছে এদেশে। দুষ্কৃতী দলটি ভিনরাজ্যেও অপারেশন চালায় বলে জেরায় জানিয়েছে সেলিম। এদিকে, খড়গপুরে গ্রেফতার হয়েছে শেখ সালিমের এক আত্মীয়। একটি ডাকাতির ঘটনায় জালালউদ্দিন নামে ওই ব্যক্তি গ্রেফতার হয়েছে। রানাঘাটকাণ্ডের সঙ্গে জালাউদ্দিনের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Mar 28, 2015, 03:27 PM IST
কনভেন্টের আবাসিকদের কাছে অচেনা রানাঘাটকাণ্ডে ধৃত সালিম শেখ

ওয়েব ডেস্ক:রানাঘাটকাণ্ডে ধৃত সালিম শেখকে গভীর রাতে নিয়ে যাওয়া হয় কনভেন্টে। আবাসিকদের সামনে নিয়ে যাওয়া হয় ধৃতকে। যদিও সালিমকে চিনতে  পারেননি কনভেন্টের আবাসিকরা। আজও গোপাল সরকার এবং সালিম শেখকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিআইডি। সকাল থেকেই ভবানী ভবনে চলে জেরা। সব দুষ্কৃতী বাংলাদেশে গা ঢাকা দেয়নি। কয়েকজন রয়ে গেছে এদেশে। দুষ্কৃতী দলটি ভিনরাজ্যেও অপারেশন চালায় বলে জেরায় জানিয়েছে সেলিম। এদিকে, খড়গপুরে গ্রেফতার হয়েছে শেখ সালিমের এক আত্মীয়। একটি ডাকাতির ঘটনায় জালালউদ্দিন নামে ওই ব্যক্তি গ্রেফতার হয়েছে। রানাঘাটকাণ্ডের সঙ্গে জালাউদ্দিনের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

.