টিকিয়াপাড়া লাইনে আসছে রুট রিলে ইন্টারলক সিস্টেম, আজ ও কাল রেল পরিষেবা ব্যাহত হবে দক্ষিণ-পূর্ব শাখায়
টিকিয়াপাড়ায় লাইনে নতুন রুট রিলে ইন্টারলক সিস্টেম চালু হচ্ছে। তার জন্য আজ ও কাল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। রেল সূত্রে জানানো হয়েছে, দু-দিনে প্রায় ২৫জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল এবং কিছু মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে চলাচল করবে। রেল কর্তাদের দাবি, একটি লাইন থেকে অন্য লাইন বার করতে বা একটি লাইনের সঙ্গে অন্য লাইন জুড়তে দরকার রুট রিলে ইন্টারলক সিস্টেমের।
টিকিয়াপাড়ায় এতদিন এই প্রযুক্তি ছিল ঠিকই কিন্তু সেটি পুরনো হয়ে গিয়েছে। এবং এতদিন সেই কাজটা করতে হত হাতে হাতে।এখন বসছে কম্পিউটার চালিত প্রযুক্তি। ফলে এখন একটি লাইন দিয়ে একাধিক ট্রেন চালানো যাবে। বর্তমানে হাওড়া থেকে টিকিয়াপাড়া পর্যন্ত দুটি লাইন রয়েছে। সেই দুটি লাইন দিয়ে চলে মেল ও এক্সপ্রেস ট্রেন। ফলে একটি ট্রেন দেরি করলে, পিছনের সব ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেল কর্তাদের বক্তব্য, টিকিয়াপাড়ায় নতুন প্রযুক্তি চালু হলে ট্রেন চলাচলের অনেক সুবিধা হবে। শুক্রবার ও শনিবার ছুটি থাকায় ভিড়ের চাপ কম থাকবে। সেইজন্যই এই কাজ হাতে নেওয়া হয়েছে বলে দাবি দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের। যদিও নিত্যযাত্রীরা এই দাবি মানতে পারছেন না। তাই পরপর দুদিন লাইন সংস্কারের কাজের জেরে যাত্রীদের বাড়তি দুর্ভোগের আশঙ্কা থেকেই যাচ্ছে।