দুই বাহিনীর সংঘর্ষ, রণক্ষেত্র সালুয়া

ইএফআর-সিআইএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের সালুয়া। দুই বাহিনীর সংঘর্ষের জেরে সালুয়ায় সিআইএফের দুটি ক্যাম্পে ভাঙচুর করে জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সিআইএফের চারটি গাড়িতেও।

Updated By: Mar 1, 2012, 06:08 PM IST

ইএফআর-সিআইএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের সালুয়া। দুই বাহিনীর সংঘর্ষের জেরে সালুয়ায় সিআইএফের দুটি ক্যাম্পে ভাঙচুর করে জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সিআইএফের চারটি গাড়িতেও।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ইএফআর কোয়ার্টার্য়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সিআইএফ জওয়ানের বিরুদ্ধে। সেই জওয়ানকে এখনও চিহ্নিত করা যায়নি। অভিযুক্তকে গ্রেফতার ও সিআইএফ ক্যাম্প সরানোর দাবিতে অবরোধে বসেন ইএফআর জওয়ান ও তাঁদের পরিবারের লোকজন। পুলিস অবরোধ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। ইট, বোমা বৃষ্টি হয়। এরপরই বাড়ি বাড়ি তল্লাসি শুরু করে পুলিস। সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিস ও সিআরপিএফ বাহিনী পৌঁছেছে। কিন্তু ইএফআর জওয়ান ও তাদের পরিবারের লোকজন এলাকা ঘিরে রাখায় ঘটনাস্থলে এখনও পৌঁছোতে পারেনি পুলিস।

.