পুরুলিয়ার সদ্যোজাতের মৃত্যুতে মেডিক্যাল বোর্ড গড়ে তদন্তের সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ
কলকাতার মেডিকেল কলেজে ওয়ার্মারে শিশু পুড়ে যাওয়ার ঘটনার পর এবার পুরুলিয়ার সদ্যোজাতের মৃত্যুতে মেডিক্যাল বোর্ড গড়ে তদন্তের সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল এক সদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে।
ওয়েব ডেস্ক: কলকাতার মেডিকেল কলেজে ওয়ার্মারে শিশু পুড়ে যাওয়ার ঘটনার পর এবার পুরুলিয়ার সদ্যোজাতের মৃত্যুতে মেডিক্যাল বোর্ড গড়ে তদন্তের সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল এক সদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে।
চিকিত্সার গাফিলতিতেই ওই সদ্যোজাতের মৃত্যুর হয়েছে বলে অভিযোগ তোলে প্রসূতির পরিবার। পরিবারের দাবি, প্রসবের সময়ই শিশুটির মাথায় আঘাত লাগে।
এজন্য চিকিত্সককেই দায়ি করেন তাঁরা। দুপক্ষের গণ্ডোগোলের জেরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। এরপরই পাল্টা হেনস্থার অভিযোগ তোলেন অভিযুক্ত চিকিত্সক। আর সব শেষে, সদ্যোজাতের মৃত্যুতে মেডিক্যাল বোর্ড গড়ে তদন্তের সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ।