মেয়েকে শাস্তি দিতে স্কুলশিক্ষিকা মা সারা রাত বাড়ির বাইরে রাখলেন বছর সাতের মেয়েকে!
কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়...। এই প্রবাদকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন এক অমানবিক মা। যিনি কিনা একজন স্কুলশিক্ষিকাও! ছোট্ট মেয়ে। সে তো দুষ্টুমি করবেই। তা বলে কনকনে এই ঠান্ডায় তাকে এমন নিষ্ঠুর শাস্তি দিতে হবে! স্কুলশিক্ষিকা মা তাই-ই করলেন। বহরমপুরের খাগড়ার ঘটনা। গতকাল রাতে মেয়ে তানভি আঢ্যকে বাড়ির বাইরে বের করে দিয়েছেন মা সঞ্চিতা আঢ্য। ছোট্ট মেয়ের কান্নাতেও মন ভোলেনি নিষ্ঠুর মায়ের। দরজা খোলেননি তিনি। সারারাত প্রবল ঠান্ডায় বাড়ির বাইরে ঠায় বসে ছোট্ট মেয়েটি। দুষ্টুমির অপরাধে এর আগেও মেয়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে নগরাজোল টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুলশিক্ষিকার বিরুদ্ধে। পাড়া-প্রতিবেশীরা প্রতিবাদ করলেও কানে কথা ওঠেনি মায়ের। একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টুয়ের ছোট্ট তানভি মায়ের কাছে কাতর আর্তি জানালেও ভবি ভোলেনি। মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না বলে পণ করে বসে আছেন সঞ্চিতা।
ওয়েব ডেস্ক: কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়...। এই প্রবাদকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন এক অমানবিক মা। যিনি কিনা একজন স্কুলশিক্ষিকাও! ছোট্ট মেয়ে। সে তো দুষ্টুমি করবেই। তা বলে কনকনে এই ঠান্ডায় তাকে এমন নিষ্ঠুর শাস্তি দিতে হবে! স্কুলশিক্ষিকা মা তাই-ই করলেন। বহরমপুরের খাগড়ার ঘটনা। গতকাল রাতে মেয়ে তানভি আঢ্যকে বাড়ির বাইরে বের করে দিয়েছেন মা সঞ্চিতা আঢ্য। ছোট্ট মেয়ের কান্নাতেও মন ভোলেনি নিষ্ঠুর মায়ের। দরজা খোলেননি তিনি। সারারাত প্রবল ঠান্ডায় বাড়ির বাইরে ঠায় বসে ছোট্ট মেয়েটি। দুষ্টুমির অপরাধে এর আগেও মেয়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে নগরাজোল টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুলশিক্ষিকার বিরুদ্ধে। পাড়া-প্রতিবেশীরা প্রতিবাদ করলেও কানে কথা ওঠেনি মায়ের। একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টুয়ের ছোট্ট তানভি মায়ের কাছে কাতর আর্তি জানালেও ভবি ভোলেনি। মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না বলে পণ করে বসে আছেন সঞ্চিতা।