খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় বন্দিকে মারধরের অভিযোগ

খাবারের মান ও পরিমান নিয়ে প্রশ্ন তোলায় বিচারাধীন বন্দিকে মারধরের অভিযোগ উঠল কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Updated By: Aug 9, 2015, 09:14 PM IST

ওয়েব ডেস্ক: খাবারের মান ও পরিমান নিয়ে প্রশ্ন তোলায় বিচারাধীন বন্দিকে মারধরের অভিযোগ উঠল কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আলিপুরদুয়ার সংশোধনাগারের ঘটনা। অভিযোগ, বিচারধীন বন্দি আমিনুল মিঁয়া দিনকয়েক আগে সংশোধনাগারের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁকে আলিপুরদুয়ার সংশোধনাগার থেকে কোচবিহারে পাঠানো হয়। গতকাল তাঁকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। তাঁর পিঠ ও পায়ে ব্যাপক আঘাতের চিহ্ন ছিল।

আজ সকালে অসুস্থ অবস্থায় আমিনুলকে কোচবিহার MJN হাসতাপালে ভর্তি করা হয়েছে।।

.