সমস্যা আধারকার্ডে, মিলছে না ভর্তুকি, বন্দরের নব্যতা কমে যাওয়ায় অপ্রতুল গ্যাস সিলিন্ডার, বাড়ছে দাম, সমস্যায় ক্রেতারা
আধার কার্ড সমস্যায় এখনও সর্বত্র চালু হয়নি রান্নার গ্যাসে ভর্তুকি। কিছুদিন আগেই বেড়েছে গ্যাসের দামও। এরই মধ্যে হলদিয়া বন্দরে নাব্যতা কমে যাওয়ায় ঢুকছে না গ্যাস সিলিন্ডার ভর্তি জাহাজ। ফলে নতুন করে দেখা দিয়েছে এলপিজি সংকট। গ্রাহকরা বলছেন, গ্যাস বুক করার দু থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা।
আধার কার্ড সমস্যায় এখনও সর্বত্র চালু হয়নি রান্নার গ্যাসে ভর্তুকি। কিছুদিন আগেই বেড়েছে গ্যাসের দামও। এরই মধ্যে হলদিয়া বন্দরে নাব্যতা কমে যাওয়ায় ঢুকছে না গ্যাস সিলিন্ডার ভর্তি জাহাজ। ফলে নতুন করে দেখা দিয়েছে এলপিজি সংকট। গ্রাহকরা বলছেন, গ্যাস বুক করার দু থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা।
অভিযোগ, ১৫ দিন কেটে গেলেও মিলছে না গ্যাস। সব মিলিয়ে চরম সমস্যায় সাধারণ মানুষ।রান্নার গ্যাস নিয়ে নাজেহাল মধ্যবিত্ত। আধার কার্ড সমস্যায় এখনও সর্বত্র চালু হয়নি রান্নার গ্যাসে সরাসরি ভর্তুকি। ফলে যাদের আধার কার্ড নেই রান্নার গ্যাস পাওয়ার ক্ষেত্রে আশঙ্কায় ভুগছেন তাঁরা। এরই মধ্যে ডিলারদের কমিশন বাড়াতে কিছুদিন আগেই বেড়েছে গ্যাসের দাম। গোদের ওপর বিষফোঁড়ার মত এবার নতুন সমস্যা, বুকিং করেও মিলছে না গ্যাস। গ্রাহকদের অভিযোগ, বুকিংয়ের দু থেকে তিন দিনের মধ্যে গ্যাস দেওয়ার কথা থাকলেও পনেরো দিন পরেও মিলছে না গ্যাস।
এমনিতেই হেঁশেলে সারাবছরই অপরিহার্য গ্যাস। তারমধ্যে শীতের সময়ই আরও বাড়ে চাহিদা। ফলে গ্যাস না পেয়েও সমস্যায় গৃহস্থ।
রাজ্যে প্রয়োজনীয় গ্যাসের ৭০% আমদানি করতে হয় বাইরে থেকে। গ্যাস ডিলাররা বলছেন হলদিয়া বন্দরে নাব্যতা কমে যাওয়ায় ঢুকছে না গ্যাস সিলিন্ডার ভর্তি জাহাজ। তার ওপর রয়েছে বজবজ প্ল্যান্টে কর্মী আন্দোলন। ফলে চাহিদা থাকলেও যোগান দিতে পারছেন না ডিলাররা।
এই অবস্থায় গ্যাসের সমস্যা কবে মিটবে, তা নিয়ে নির্দিষ্টকরে কিছুই বলতে পারছেন না এলপিজি ডিলাররা।