মন্ত্রিত্ব ছাড়ছেন ২৬ জুন, কীর্ণাহারে জানালেন প্রণব
সাংবিধানিক রীতি মেনে আগামী ২৬ জুন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ইস্তফা দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী প্রণব মুখোপাধ্যায়। কীর্ণাহারের মিরাটিতে নিজের পৈতৃক বাড়িতে পৌঁছে এ কথা বললেন প্রণব মুখোপাধ্যায়।
সাংবিধানিক রীতি মেনে আগামী ২৬ জুন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ইস্তফা দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী প্রণব মুখোপাধ্যায়। কীর্ণাহারের মিরাটিতে নিজের পৈতৃক বাড়িতে পৌঁছে এ কথা বললেন প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তিনি এতদিন মন্ত্রিসভা থেকে ইস্তফা নিতে পারেননি বলে জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকেও দু-এক দিনের মধ্যে ইস্তফা দেবেন বলেও তিনি জানিয়েছেন। এরপর থেকেই তিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন।
গ্রামে পৌঁছনোর সঙ্গে সঙ্গে কীর্ণাহারের মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। বক্তব্য রাখতে গিয়ে শৈশব-কৈশোরের স্মৃতির কথাও তুলে ধরেন প্রণব মুখোপাধ্যায়।
কীর্ণাহারের মিরাটি গ্রামে এখন উত্সবের ছোঁয়া। প্রতিবছরই দুর্গাপুজোয় এখনও নিয়ম করে পুজোর কটা দিন কাটিয়ে যান কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার। তবে এবারের আসাটা হঠাত্ করেই। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতেই মিরিটি এসেছেন প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি রথযাত্রা উপলক্ষে পারিবারিক দুর্গাপুজোর প্রতিমার কাঠামো নির্মাণের প্রারম্ভিক আচারের অংশ নেবেন তিনি।
কমবয়সে মাতৃহারা হওয়ার পর দিদি অন্নপূর্ণা দেবীর স্নেহ-মমতার ছায়া ঘিরে থেকেছে মুখার্জিবাড়ির `পল্টু`কে। আর তাই দিদি দেখতে চেয়েছেন শুনেই অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি কাটছাঁট করেই মিরিটি আসার সিদ্ধান্ত নিয়ে নেন প্রণববাবু। ভাই আসছে। অন্তত একটু চোখের দেখাতো হবে, সেই খুশিতে আত্মহারা দিদিও। প্রণববাবুর আগমন উপলক্ষে নতুন রঙের পোঁচ পড়েছে তাঁর মিরিটির বাড়িতে। রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণববাবুর ছবি দিয়ে সাজানো হয়েছে এলাকার রাস্তাঘাট। দীর্ঘদিন পর উত্সাহের বান ডেকেছে জেলার কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যেও। প্রণববাবুর মঙ্গল কামনায় শুক্রবার তারাপীঠ মন্দিরে পুজো ও যজ্ঞ করেছেন বীরভূম জেলা কংগ্রেসের নেতৃত্ব।
কীর্ণাহারে তাঁর দিদির সঙ্গে দেখা করে আগামিকাল দিল্লি ফিরে যাবেন তিনি।