বিদ্যুত্ চুরির ঘটনার তদন্তে গিয়ে মার খেলেন রাজ্য বিদ্যুত্ বণ্টনের তিন আধিকারিক,সহ চার জন
বিদ্যুত্ চুরির ঘটনার তদন্তে গিয়ে মার খেলেন রাজ্য বিদ্যুত্ বণ্টনের তিন আধিকারিক,সহ চার জন। প্রহৃতদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিস।কাটোয়ার বরমপুর গ্রামের পশ্চিম মাঠে,বিদ্যুত্ চুরি করে চালানো হচ্ছে সাবমার্সিবল পাম্প। এই মর্মে অভিযোগ পেয়ে তদন্তে যান রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থার তিন আধিকারিক ও একজন ঠিকাদার। অভিযোগ, ঘটনাস্থলে পৌছে বিদ্যুত্ সংযোগের বৈধ নথিপত্র দেখতে চাইলে,তাদের মারধর করেন চাষিরা। এরপর কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে ন বিদ্যুত্ দপ্তরের আক্রান্ত আধিকারিকরা। তাঁদের ভর্তি করা হয়েছে কাটোয় মহকুমা হাসপাতালে । এঘটনায় অভিযোগ জানানো হয়েছে কাটোয়া থানায়।
ওয়েব ডেস্ক: বিদ্যুত্ চুরির ঘটনার তদন্তে গিয়ে মার খেলেন রাজ্য বিদ্যুত্ বণ্টনের তিন আধিকারিক,সহ চার জন। প্রহৃতদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিস।কাটোয়ার বরমপুর গ্রামের পশ্চিম মাঠে,বিদ্যুত্ চুরি করে চালানো হচ্ছে সাবমার্সিবল পাম্প। এই মর্মে অভিযোগ পেয়ে তদন্তে যান রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থার তিন আধিকারিক ও একজন ঠিকাদার। অভিযোগ, ঘটনাস্থলে পৌছে বিদ্যুত্ সংযোগের বৈধ নথিপত্র দেখতে চাইলে,তাদের মারধর করেন চাষিরা। এরপর কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে ন বিদ্যুত্ দপ্তরের আক্রান্ত আধিকারিকরা। তাঁদের ভর্তি করা হয়েছে কাটোয় মহকুমা হাসপাতালে । এঘটনায় অভিযোগ জানানো হয়েছে কাটোয়া থানায়।