পৌষের রোদ গায়ে মেখে, মেলায় হারিয়ে যাওয়া, শান্তিনিকেতন ভিড়ে ছয়লাপ

পৌষের রোদ গায়ে মেখে, মেলার ভিড়ে হারিয়ে যাওয়া। প্রাণ খুলে আনন্দ। উত্‍সবের আমেজে গা ভাসিয়ে, দেদার মজা। শান্তিনিকেতনে পৌষ মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই দেখা গেল এই ছবি। জমজমাট মেলা প্রাঙ্গন। সাতসকালে ফকির গানের সুরে মাতোয়ারা হয়ে ওঠে মেলা চত্বর। গান শুনতে ভিড় জমে যায়। হাজির বাউলরাও। এ যেন সুর-তাল-ছন্দের সমাহার। দিনভর আজ একাধিক অনুষ্ঠানের আয়োজন পৌষ মেলায়। উইকেন্ড হওয়ায়, ভিড়ও বেশি। অনেকেই বাড়ি বসে না থেকে, সকাল সকাল সোজা হাজির হয়ে যান মেলা চত্বরে। প্রতি বছরের মতো পৌষ মেলার আনন্দ-ঐতিহ্যের শরিক হতে, বাইরে থেকেও এসেছেন অনেকে। শান্তিনিকেতন ভিড়ে ছয়লাপ। আরও পড়ুন- শান্তিনিকেতনে শুরু হল ১৭৩ তম পৌষ উৎসব

Updated By: Dec 24, 2016, 12:59 PM IST
পৌষের রোদ গায়ে মেখে, মেলায় হারিয়ে যাওয়া, শান্তিনিকেতন ভিড়ে ছয়লাপ

ওয়েব ডেস্ক: পৌষের রোদ গায়ে মেখে, মেলার ভিড়ে হারিয়ে যাওয়া। প্রাণ খুলে আনন্দ। উত্‍সবের আমেজে গা ভাসিয়ে, দেদার মজা। শান্তিনিকেতনে পৌষ মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই দেখা গেল এই ছবি। জমজমাট মেলা প্রাঙ্গন। সাতসকালে ফকির গানের সুরে মাতোয়ারা হয়ে ওঠে মেলা চত্বর। গান শুনতে ভিড় জমে যায়। হাজির বাউলরাও। এ যেন সুর-তাল-ছন্দের সমাহার। দিনভর আজ একাধিক অনুষ্ঠানের আয়োজন পৌষ মেলায়। উইকেন্ড হওয়ায়, ভিড়ও বেশি। অনেকেই বাড়ি বসে না থেকে, সকাল সকাল সোজা হাজির হয়ে যান মেলা চত্বরে। প্রতি বছরের মতো পৌষ মেলার আনন্দ-ঐতিহ্যের শরিক হতে, বাইরে থেকেও এসেছেন অনেকে। শান্তিনিকেতন ভিড়ে ছয়লাপ। আরও পড়ুন- শান্তিনিকেতনে শুরু হল ১৭৩ তম পৌষ উৎসব

.