সিগন্যালিংয়ে সমস্যা, দমদম স্টেশনে দাঁড়িয়ে বহু ট্রেন

সময়ে শেষ হয়নি সিগন্যালিংয়ের কাজ। আর তারই প্রভাব পড়ল ট্রেন চলাচলে। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে পড়লেন যাত্রীরা। অনেকে বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে পড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

Updated By: Dec 24, 2016, 11:03 AM IST
সিগন্যালিংয়ে সমস্যা, দমদম স্টেশনে দাঁড়িয়ে বহু ট্রেন

ওয়েব ডেস্ক : সময়ে শেষ হয়নি সিগন্যালিংয়ের কাজ। আর তারই প্রভাব পড়ল ট্রেন চলাচলে। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে পড়লেন যাত্রীরা। অনেকে বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে পড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

দমদম স্টেশন এলাকায় চলছে সিগন্যাল মেরামতির কাজ। ফলে শিয়ালদা-বনগাঁ শাখায় ধীরে ধীরে চলছে ট্রেন। লোকাল ট্রেন দেরিতে চলায় সমস্যা বেড়েছে যাত্রীদের। লাইন ধরে হাঁটতে দেখা গেল যাত্রীদের। একদিকে অফিস টাইম, অন্যদিকে উত্সবের মরশুম। ট্রেন দুর্ভোগে নাকাল সাধারণ মানুষ।

আরও পড়ুন, ক্ষতবিক্ষত-পচাগলা দেহ উদ্ধার চিত্‍পুর রেলওয়ে গোডাউনে

বড়দিনের আগে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে তালা, কর্মহীন ৪০০০ শ্রমিক

 

.