তৃণমূল বিধায়কের পাশে বসেই মুখ্যমন্ত্রীর নির্দেশ খারিজ করে দিল আলু ব্যবসায়ী সংগঠন!
চোদ্দ টাকা কেজি দরে আলু দেওয়া সম্ভব নয়। তৃণমূল বিধায়ককে পাশে বসিয়ে জানিয়ে দিলেন আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। গতকালই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের হাতে চোদ্দ টাকা কিলো দরে আলু তুলে দেওয়া হবে।
ওয়েব ডেস্ক: চোদ্দ টাকা কেজি দরে আলু দেওয়া সম্ভব নয়। তৃণমূল বিধায়ককে পাশে বসিয়ে জানিয়ে দিলেন আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। গতকালই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের হাতে চোদ্দ টাকা কিলো দরে আলু তুলে দেওয়া হবে।
আজ হুগলির গোঘাটে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি সম্মেলন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক লালু মুখার্জি। লালু মুখার্জি জানান, হিমঘর থেকে আলু বের করতেই কেজিতে ষোল টাকা খরচ পড়ছে।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সরাসরি খারিজ করে দেওয়ার ঘটনা, তাও আবার স্থানীয় তৃণমূল বিধায়ককে পাশে বসিয়ে যেভাবে এই খারিজ করা হল তা এক কথায় অভূতপূর্ব। তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।