আমদানি করা বীজ আসল না নকল? আলু চাষে ব্যাপক ক্ষতি উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে ব্যাপক ক্ষতির মুখে আলু চাষ। ভিন রাজ্য থেকে আনা ব্যাক্টেরিয়া সংক্রমিত বীজ রোপন করে আলু চাষ করায় এই বিপত্তি বলে জানিয়েছে জেলা কৃষি দফতর। আমদানি করা আলু বীজ আসল না নকল তা জানার প্রযুক্তি উত্তরবঙ্গ কৃষি দফতরের হাতে নেই বলে জানান হয়েছে।
বাইরের রাজ্য থেকে আসা ব্যাক্টেরিয়া সংক্রমিত বীজ রোপন করায় আলু গাছ ও উত্পাদিত আলু আক্রান্ত হচ্ছে ব্যাক্টেরিয়া জনিত রোগে। কৃষিদফতর সূত্রের খবর, রায়গঞ্জের ১৫০০ হেক্টর আলু চাষের জমির মধ্যে ইতিমধ্যেই ৫০০ হেক্টর জমির আলু নষ্ট হয়ে দিয়েছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও আলু চাষে ব্যাক্টেরিয়া সংক্রমণের আশঙ্কা করছে জেলা কৃষি দফতর।
ব্যাক্টেরিয়া সংক্রমণের পর সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া আলু চাষের জমি কিভাবে পুনরুদ্ধার করা যাবে ও কম ক্ষতি হওয়া উত্পাদিত আলু কিভাবে বাঁচানো যাবে কৃষকদের সেই পরামর্শ দিয়ে বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করেছে জেলা কৃষি দফতর।