বর্ধমান শিল্পাঞ্চলে আজ সব বুথই স্পর্শকাতর

ভোট যুদ্ধের লড়াইয়ে আজ আসরে বর্ধমানের শিল্পাঞ্চল। আসানসোল, দুর্গাপুর মিলিয়ে মোট ৯টি আসনে ভোট। প্রার্থীর সংখ্যা ৪৫। বেশিরভাগ বুথই এখানে স্পর্শকাতর। জামুড়িয়ার কেন্দা, রানিগঞ্জের বল্লভপুর, মহাবীর কোলিয়ারি, থান্ডারি গ্রাম, বারাবানি ব্লককে অতি স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Updated By: Apr 11, 2016, 10:13 AM IST
বর্ধমান শিল্পাঞ্চলে আজ সব বুথই স্পর্শকাতর

বর্ধমান : ভোট যুদ্ধের লড়াইয়ে আজ আসরে বর্ধমানের শিল্পাঞ্চল। আসানসোল, দুর্গাপুর মিলিয়ে মোট ৯টি আসনে ভোট। প্রার্থীর সংখ্যা ৪৫। বেশিরভাগ বুথই এখানে স্পর্শকাতর। জামুড়িয়ার কেন্দা, রানিগঞ্জের বল্লভপুর, মহাবীর কোলিয়ারি, থান্ডারি গ্রাম, বারাবানি ব্লককে অতি স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

নজরকাড়া কেন্দ্র আসানসোল উত্তর। এখানে তৃণমূলের হয়ে লড়াইয়ে মন্ত্রী মলয় ঘটক। নজরে পান্ডবেশ্বর। এখানে এবার জোর লড়াই তৃণমূলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বনাম সিপিআইএমের গৌরাঙ্গ চ্যাটার্জির। নিরাপত্তায় থাকছে আধাসেনা। মোতায়েন থাকছে ৫০৯৯ জন রাজ্য পুলিসকর্মী। কমিশনের হয়ে নজরদারিতে থাকবেন মাইক্রো অবজার্ভাররা। 

.