ত্রাণ নিয়েও এবার আমরা-ওরা
ত্রাণ নিয়ে আমরা-ওরার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ গঙ্গাধরপুরেও। ভরা কোটালের বানভাসি হলেও গ্রামে নেই ত্রাণ শিবির। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়াতেই তাঁদের প্রতি এমন বঞ্চনা।
পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত। টানা বৃষ্টিতে আর ভরা কোটালের জলে বানভাসি একাধিক গ্রাম। জলের জলায় ধানক্ষেত। ভেঙে পড়েছে আশি শতাংশের বেশি মাটির বাড়ি। জলের মধ্যেই দিন কাটছে গ্রামবাসীদের। কারণ খোলেনি একটিও ত্রাণ শিবির।
কেন এমন হাল? মলয়া, ভাজনা, বেলেপাড়া,গোঠবেড়ে, দক্ষিণ গঙ্গাধরপুর গ্রামগুলির নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপির। গ্রামবাসীদের অভিযোগ বিজেপিকে ভোট দেওয়ার জন্যই তাঁরা অবহেলার স্বীকার। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। কারণ যাই হোক না কেন, ত্রাণ মিলছে না। এটাই সত্যি। একমুঠো খাবারের জন্য হাহাকার করছে গঙ্গাধরপুরের মানুষ।