সালিশি সভায় ধর্ষণের অভিযোগ মিটিয়ে নেওয়ার পরামর্শ খোদ পুলিসের
সালিশি সভায় ধর্ষণের অভিযোগ মিটিয়ে নিতে পরামর্শ দিল খোদ পুলিস। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন এক মহিলা।
সালিশি সভায় ধর্ষণের অভিযোগ মিটিয়ে নিতে পরামর্শ দিল খোদ পুলিস। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন এক মহিলা।
বাগদা থানার সিনধানি গ্রাম পঞ্চায়েত এলাকার এক মহিলাকে গত ২৬ তারিখ নদিয়ার গাংনাপুর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মহিলার হাত পা বাঁধা ছিল। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে মহিলার চিকিত্সা করা হয়। মহিলার অভিযোগ, সিনধানি এলাকারই এক হাতুরে ডাক্তার সহ আরও চার জন তাঁকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে।
মহিলার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান গ্রামেই বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তাঁকে পরামর্শ দেন। পরামর্শ না শুনে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে, গ্রামে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে। বাগদা থানায় অভিযোগ না নেওয়ায় বাধ্য হয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনায় এখ নও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।