তৃণমূল নেতাকে গ্রেফতার করতে গিয়ে প্রহৃত পুলিস

একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা সুশান্ত ঘোষকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হল পুলিস। অভিযোগ, তাঁদের ঘিরে ধরে মারধর করেন কয়েকজন তৃণমূল সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন পুলিসকর্মী।

Updated By: Mar 21, 2012, 01:18 PM IST

একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা সুশান্ত ঘোষকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হল পুলিস। অভিযোগ, তাঁদের ঘিরে ধরে মারধর করেন কয়েকজন তৃণমূল সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন পুলিসকর্মী।
এদিন হুগলির গোঘাটের আসুদখোলা এলাকায় একশো দিনের কাজ চলাকালীন সুশান্ত ঘোষকে নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করতে যায় পুলিস। সেই সময় কয়েকজন তৃণমূল সমর্থক পুলিসকে মারধর করে। ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। খবর পেয়ে পুলিস লাইন থেকে অতিরিক্ত পুলিস বাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এই ঘটনায় এক মহিলা সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সুশান্ত ঘোষকে ধরতে পারেনি পুলিস।

.