আমরি কাণ্ডেও ঘুম ভাঙেনি রাজ্যের হাসপাতালগুলির

আগুন থেকে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের একটি নার্সিংহোমে। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকার একটি নার্সিংহোমে সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগলে আতঙ্ক ছড়ায়। নার্সিংহোমে ভর্তি রোগীদের দ্রুত বের করে আনা হয়। উদ্ধারকার্যে হাত লাগান এলাকাবাসীও।

Updated By: Mar 21, 2012, 12:29 PM IST

আগুন থেকে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের একটি নার্সিংহোমে। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকার একটি নার্সিংহোমে সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগলে আতঙ্ক ছড়ায়। নার্সিংহোমে ভর্তি রোগীদের দ্রুত বের করে আনা হয়। উদ্ধারকার্যে হাত লাগান এলাকাবাসীও। পরে দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের বেসমেন্ট থেকেই আগুন ছড়িয়েছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে গতকাল শর্টসার্কিট থেকে আগুন লেগে উত্তেজনা ছড়ায় কৃষ্ণনগর সদর হাসপাতালে। হাসপাতালে শিশুবিভাগে হঠাত্ই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। শিশু বিভাগে তখন ইনকিউবিটারে কয়েকটি শিশু ছিল। আগুন লাগতেই ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। দ্রুত শিশুগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

.