মেয়ের যৌন হেনস্থা নিয়ে মুখ না খুলতে চাপ দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, অভিযোগ বাবার

Updated By: Aug 29, 2014, 03:48 PM IST
মেয়ের যৌন হেনস্থা নিয়ে মুখ না খুলতে চাপ দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, অভিযোগ বাবার

মেয়ের যৌন হেনস্থা নিয়ে পুলিসের কাছে মুখ না খুলতে তাঁকে চাপ দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন সিকিম থেকে পড়তে আসা কলা ভবনের প্রথম বর্ষের নিগৃহীতা ছাত্রীর বাবা।

শুধু তাই নয়, ছাত্রীর বাবার অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ছাত্রীর বাবার অভিযোগ, উল্টে তার মেয়েকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে  বারবার ছাত্রীর ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। নিরাপত্তাহীনতায় তাই বিশ্বভারতী ছাড়ছেন কলা ভবনের ওই ছাত্রী। অভিযোগ, গত আটই অগাস্ট শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় একটি গাড়িতে তুলে ওই ছাত্রীকে যৌন হেনস্থা করে সিনিয়র তিন ছাত্র। ছাত্রীর আপত্তিকর ছবি তুলে চলছিল ব্ল্যাকমেল। কর্তৃপক্ষকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনার নিন্দা করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখার্জি। ভিনরাজ্য থেকে পড়তে আসা ছাত্রীদের এভাবে নিগ্রহ করা হলে রাজ্যের ভাবমূর্তি ধাক্কা খাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত তদন্ত করবে বলেও জানিয়েছেন সুনন্দা মুখার্জি।

 

.