পঞ্চায়েতের মনোনয়ন পেশে গোলমালের কথা স্বীকার রাজ্যের

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ নিয়ে গোলমালের কথা স্বীকার করে নিল রাজ্য সরকার। আজ মহাকরণে ডিএম, এসপিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। নটি জেলা থেকেই যে গোলমালের খবর মিলেছে বৈঠকে সেকথা স্বীকার করে নেয় সরকার। গতকালই কমিশনের তরফে চিঠি পাঠানো হয় রাজ্য সরকারকে। সেই চিঠিতেই মনোননয় পেশের সময় বেশকিছু জায়গায় অশান্তির কথা জানায় কমিশন। এদিকে এখনও সমাধান হয়নি পঞ্চায়েত ভোটে নিরাপত্তার সমস্যা।

Updated By: Jun 1, 2013, 08:53 PM IST

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ নিয়ে গোলমালের কথা স্বীকার করে নিল রাজ্য সরকার। আজ মহাকরণে ডিএম, এসপিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। নটি জেলা থেকেই যে গোলমালের খবর মিলেছে বৈঠকে সেকথা স্বীকার করে নেয় সরকার। গতকালই কমিশনের তরফে চিঠি পাঠানো হয় রাজ্য সরকারকে। সেই চিঠিতেই মনোননয় পেশের সময় বেশকিছু জায়গায় অশান্তির কথা জানায় কমিশন। এদিকে এখনও সমাধান হয়নি পঞ্চায়েত ভোটে নিরাপত্তার সমস্যা।
রাজ্য তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেও এখনও কেন্দ্রের তরফ থেকে কোনও উত্তর আসেনি। অন্যদিকে অন্য যে কটি রাজ্যের কাছে বাড়তি পুলিসের জন্য আবেদন জানানো হয়েছিল, তারাও পুলিস পাঠাতে সম্মত হয়নি। ফলে পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ইস্যুতে এখনও অধরাই রয়ে গিয়েছে সমাধান।

.