রবিবারের রণক্ষেত্রে অগ্নিপরীক্ষা মমতার

রাত পেরোলেই উপনির্বাচন। নিরাপত্তার কড়া বেষ্টনীতে হাওড়া। রাজ্য পুলিস, আধাসেনা মিলিয়ে মোট সাড়ে সাত হাজার নিরাপত্তারক্ষীর নজরদারিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন ভোটার। বুথে বুথে ইভিএম পৌঁছে গেছে। দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটকর্মীরা। এবার শুধু জনতার রায়ের অপেক্ষা।

Updated By: Jun 1, 2013, 05:54 PM IST

রাত পেরোলেই উপনির্বাচন। নিরাপত্তার কড়া বেষ্টনীতে হাওড়া। রাজ্য পুলিস, আধাসেনা মিলিয়ে মোট সাড়ে সাত হাজার নিরাপত্তারক্ষীর নজরদারিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন ভোটার। বুথে বুথে ইভিএম পৌঁছে গেছে। দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটকর্মীরা। এবার শুধু জনতার রায়ের অপেক্ষা।
একটিমাত্র লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হলেও কিন্তু ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ২০১১-র বিধানসভা ভোটে বিশেষত বালি ও মধ্য হাওড়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভোটের ২৪ ঘণ্টা আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা।
৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে হাওড়া লোকসভা। বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, সাঁকরাইল এবং পাঁচলা। এরমধ্যে সবচেয়ে উত্তেজনাপ্রবণ বালি এবং মধ্য হাওড়া। মোট ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। ১৮১২টি নির্বাচনী কেন্দ্রে সবমিলিয়ে বুথ রয়েছে ১৮৫১। এরমধ্যে ১০০০ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
১)  তীব্র স্পর্শকাতর বুথে ২ জন সশস্ত্র রাজ্য পুলিস, ২ জন রাজ্য পুলিস কনস্টেবল এবং ২ জন কেন্দ্রীয় আধাসেনা জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২)  কম স্পর্শকাতর বুথে থাকবেন ২ জন সশস্ত্র রাজ্য পুলিস, ২ জন রাজ্য পুলিস কনস্টেবল এবং ১ জন কেন্দ্রীয় আধাসেনা জওয়ান।
৩) স্পর্শকাতর বুথে থাকছে ভিডিও ক্যামেরা। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত টানা ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
৪) বুথের বাইরের নিরাপত্তাও বেশ কঠোর। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৪০ কোম্পানি রাজ্য বাহিনী এবং ৮ টি সশস্ত্র পুলিসের মোবাইল ভ্যান রাখা হচ্ছে।
 
উপনির্বাচনে মোট প্রার্থী পাঁচ। তবে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের প্রসূণ ব্যানার্জির সঙ্গে সিপিআইএমের শ্রীদীপ ভট্টাচার্যের। পাল্লা দিতে তৈরি কংগ্রেসের সনাতন মুখার্জিও। ২০০৯ -এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী অম্বিকা ব্যানার্জির জয়ের ব্যবধান ছিল ৩৫ হাজার ৬০০। তবে ২০১১-র বিধানসভা ভোটের নিরিখে লোকসভাগতভাবে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৬৪ হাজারে। খাতায় কলমে হিসেব যাই হোক, ভোটের ময়দানে জনতা কি রায় দেন, সেদিকেই নজর সবার।

.