সন্ধে নেমে এলেও চলছে ভোটগ্রহণ -লাইভ আপডেট

শুরু হয়ে গেল পঞ্চায়েত ভোট। আজ সকাল ৭টা থেকে প্রথম দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হল জঙ্গলমহলের তিন জেলায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই তিন জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

Updated By: Jul 11, 2013, 07:05 AM IST

চলছে পঞ্চায়েত ভোট। আজ সকাল ৭টা থেকে প্রথম দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় জঙ্গলমহলের তিন জেলায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই তিন জেলায় ভোটগ্রহণ আজ।
এক নজরে দেখে নিন তিন জেলার ভোটের লাইভ আপডেট
৮টা ৫০: ভোট শেষ হতেই কেশপুরে সংঘর্ষ। কেশপুরের কলাগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একজন গুরুতর জখম।
৮টা ১৩: কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ৭৩% বুথে ভোট গ্রহণ করা হল প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনে।
সন্ধে ৭টা ২১: এখনও তিন জেলার ৭০% বুথে ভোট গ্রহণ চলছে।
৬টা ৫৮:

  • পুরুলিয়ায় ২০৪০ বুথে ভোট গ্রহণ চলছে।
  • পঃ মেদিনীপুরে ৩০৭৭ বুথে ভোট গ্রহণ চলছে।
  • পুরুলিয়ায় ২৫৫টি বুথে ভোট গ্রহণ শেষ। বাঁকুড়ায় ২১৮১ বুথে ভোটগ্রহণ চলছে।

৫টা ৩০: বাঁকুড়ার শালতোড়ায় বথে বহিরাগতদের হামলা। ছিনতাই কয়া হয় ব্যালট বাক্স। গোঁসাইড প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
৫টা ২০: দাসপুরে ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধর। জোর করে ব্যালট পেপারে সই করানোর চেষ্ঠা করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
৫টা ১৫: তিন জেলার ভোট গ্রহণ পর্ব শেষ হতে রাত হয়ে যাওয়ার আশঙ্কা। কর্মীদের ফেরবার জন্য বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা পশ্চিম মেদিনীপুরে। অন্যান্য জেয়গায় নেই
উপযুক্ত পরিবহণ ব্যবস্থা। 
৪টে ৪৫: বাঁকুড়ার জয়পুরে সন্ত্রাসের অভিযোগ। একটি মাত্র বুথে ভোট গ্রহণ চলছে। বুথে রয়েছে মাত্র একজন করে স্বশস্ত্র পুলিস। বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে।
৪টে ৩৫: বিলেক ৪টে পর্যন্ত ভোট পড়ল- বাঁকুড়া- ৫১%, পশ্চিম মেদিনীপুর- ৬৩%, পুরুলিয়া- ৪৩%।
বেলা ৩টে ৩৫: পশ্চিম মেদিনীপুরের সবংয়ের গুন্ডুতে তিরবিদ্ধ হয়ে আহত  কংগ্রেস কর্মী দীপঙ্কর ঘোষকে আনা হল এসএসকেএম হাসপাতালে। কংগ্রেস নেতা মানস
ভুঁইঞার অভিযোগ, সিপিআইএম এবং তৃণমূলের লোকজনই সংঘবদ্ধভাবে এই হামলা চালিয়েছে।  ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলার জেরে সবংয়ের গুরালে আহত
হয়েছেন ছয় কংগ্রেস কর্মী।  সবংয়ের বেশকয়েকটি বুথে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ কংগ্রেসের।
বেলা ২টো অবধি পুরুলিয়াতে ভোট পড়েছে ২৯%, বাঁকুড়ায় ৪১%, পশ্চিম মেদিনীপুরে ৪৩%
দুপুর ২টা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "জঙ্গলমহলে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এটাই বড় কথা।"
দুপুর ১.৩০টা- কেশপুরে গ্রেফতার হওয়া ১১ জন সমর্থককে ছেড়ে দিল পুলিস। গ্রাম ছাড়া হয়ে ভোট দিতে এসেছিলেন তাঁরা।
দুপুর ১টা- পিংলায় ৪৫টি বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দুপুর ১২.৪০টা- মেজিয়াতে ৪৫টি বুথ দখল করল তৃণমূল কংগ্রেস
দুপুর ১২.৩০টা- পশ্চিম মেদিনীপুরে বেলা ২টো অবধি ভোট পড়েছে ৩০%
দুপুর ১২.১৫টা- পুরুলিয়াতে এখনও পর্যন্ত ভোট পড়েছে ২৯%
দুপুর ১২টা- কেশপুরে গ্রেফতার ১২ জন সিপিআইএম কর্মী। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কেশপুর
সকাল ১১.৪৫টা-- পুরুলিয়ার বান্দোয়ানে বোমাতঙ্ক। ল্যান্ডমাইন পোঁতা আছে বলে খবর। ঘটনাস্থলে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী
সকাল ১১.৩০টা-- সবংয়ের মুরালে ভোটের লাইনে গণ্ডগোল। তিরবিদ্ধ এক কংগ্রেস কর্মী। আহত আরও ৬ কংগ্রেস কর্মী। অভিযোগ তৃণমূল ও সিপিআইএমের দিকে
সকাল ১১.০৫টা- বেলদায় সিপিআইএম কর্মীদের মারধরের অভিযোগ।
সকাল ১১টা- বাঁকুড়ার ছাতনায় বুথের বাইরে পুলিসের লাঠিচার্জ। বহিরাগতদের জমায়েত ছাতনার এই বুথে
প্রথম দু ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ১৬ শতাংশ।
সকাল ১০.৫০টা-- পশ্চিম মেদিনীপুরের ফুলটেবেড়িতে সিপিআইএম প্রার্থীকে অপহরণের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১০.৪৫টা-- গড়বেতায় কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ
দাঁতন, কেশপুর, গড়বেতা, চন্দ্রকোনায় সিপিআইএম কর্মী, পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ
সকাল ১০.৩০টা-- বাঁকুড়ার কোতলপুরে বুথজ্যাম, খতিয়ে দেখছে কমিশন
সকাল ১০.১৫টা- প্রথম দু ঘণ্টায় পুরুলিয়ায় ভোট পড়ছে ১২ শতাংশ
সকাল ১০টা-- ডেবরায় ১৫টি বুথ দখলের অভিযোগ, ঘাটালের তিন বুথ দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
সকাল ৯.৩০টা-- পশ্চিম মেদিনীপুরের বৈথা গ্রাম পঞ্চায়েতের মোহনপুরের ১১৫ টি বুথের মধ্যে ৯৯টি বুথ দখল হয়ে যাওয়ার অভিযোগ।
সকাল ৯.১৫টা-- ভোট দেবেন না ছত্রধর মাহাতোর মা। ছেলেকে জেল থেকে ছাড়া হয়নি, তাই সরকারের প্রতি রাগে ভোট দিতে যাবেন না ছত্রধর মাহাতোর মা।
সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন ছত্রধর মাহাতোর মা।
সকাল ৯টা- সিপিআইএমএল সমর্থিত নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়। তাঁর বৌদির শ্লীলতাহানির অভিযোগ
সকাল ৮.৪৫টা-গোপিবল্লভপুরের চর্চিতার তিনটি বুথে হামলা চালাল তৃণমূল। চর্চিতার ৬,৭,৮ নম্বর বুথে এই হামলা চালানো হয়।
সকাল ৮.৩০টা- লালগড়ের ধরমপুর এলাকায় বুথ দখলের চেষ্টা। বুথ দখলের চেষ্টা করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হল
বাঁকুড়ার বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। রানিবাঁধ, বারিকুল, সারেঙ্গার বহু বুথ দেখা যাচ্ছে না কোনও কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৮টা- শ্যামসুন্দরপুরে ব্যালট বিভ্রাট। বাঁকুড়ার রাইপুরে এক বুথে ব্যালেটে কংগ্রেসের প্রতীক চিহ্ন ঘাসফুল দেওয়া হয়েছে, কংগ্রেসের প্রতীক চিহ্নে হাত দেওয়া
হয়েছে।
সকাল ৭.৪৫--ভোট দিয়ে বেরোনার সময় হেনস্থা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে। তৃণমূল কংগ্রেস সমর্থকরা হেনস্থা করেন সূর্যকান্ত মিশ্রকে। বেলদায় যাওয়ার মুখে
সূর্যকান্ত মিশ্রকে ঘিরে বিক্ষোভ। তৃণূলের দাবি নারায়ণগড়ে হেনস্থা নয় বিক্ষোভের মুখে সূর্যকান্ত মিশ্র।
বিভিন্ন বুথে বিরোধী দলের এজেন্টদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে।
সকাল ৭.১৫টা- ভোট শুরু হতে না হতেই অশান্তির খবর। বাঁকুড়ার ইন্দাসে সিপিআইএম-এর মহিলা প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁকুড়ার ইন্দাস থানার
আউসনাড়া বুথে যাওয়ার পথে আক্রান্ত হন সিপিআইএম প্রার্থী শান্তনা বাগদী। মারধর করা হয় ওই বুথেরই গ্রাম সিপিআইএমের পোলিং এজেন্ট বিশ্বনাথ বাগদীকে। গোটা
ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
জঙ্গলমহলের তিন জেলায় হেলিকপ্টারে নজরদারি চলছে
সকাল ৭টা- ৮ম পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হল।
২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে৷ রয়েছে রাজ্য পুলিশও৷ বিভিন্ন জায়গায় রুট মার্চ চলছে৷
সকাল ৬.৩০টা- বুথে বুথে ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বুথে বুথে পৌঁছে গিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

সিল করে দেওয়া হয়েছে ওডিশা ও ঝাড়খণ্ড সীমানা। তিনটি জেলায় নিরাপত্তার
দায়িত্বে মোতায়েন রয়েছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩৫ হাজার পুলিশ।

বাঁকুড়ায় ১৯০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২৫০৫৷
পঞ্চায়েত সমিতি রয়েছে ২২টি৷ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৫৩৫৷ জেলা পরিষদের
আসন সংখ্যা ৪৬টি৷ বাঁকুড়ায় মোট ৩০১০টি বুথ রয়েছে৷ যার মধ্যে ১০৩১টি
অতিস্পর্শকাতর ও ১০৭৪টি স্পর্শকাতর বুথ৷

তিন জেলায় মোট বুথের সংখ্যা ১০,০৩৮ বুথ
পুরুলিয়ায়
১৭০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ গ্রাম পঞ্চায়েতের আসন ১৯৪৪৷ পঞ্চায়েত সমিতি
রয়েছে ২০টি৷ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৪৬৷ জেলা পরিষদের আসন সংখ্যা ৩৮৷
পুরুলিয়ায় মোট ২২৯৫টি বুথ রয়েছে৷ যার মধ্যে ১০৫৮টি অতিস্পর্শকাতর ও ৮৭৫টি
স্পর্শকাতর বুথ৷
কন্ট্রোল রুম নম্বর-- বাঁকুড়া ০৩২৪২-২৫৪৬৩৬
পুরুলিয়া-০৩২৫২২২২৩০২
পশ্চিম মেদিনীপুর-০৩২২২-২৭৬৭৬৮
কলকাতা-০৩৩-২৯০০৯১১/১২
পশ্চিম
মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২৯০৷ গ্রাম পঞ্চায়েতের আসন ৩৮৪৬৷
পঞ্চায়েত সমিতি রয়েছে ২৯টি৷ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৭৯৮৷ জেলা পরিষদের
আসন সংখ্যা ৬৭৷

.