কলেজ হস্টেলে বহিরাগতদের হামলা, জখম ১ ছাত্র

কলেজ হস্টেলে ঢুকে হামলা চালাল বহিরাগত একদল দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুরের কুমার হস্টেলে। এই হস্টেলে থাকেন কৃষ্ণনাথ কলেজের ছাত্রেরা। হামলায় এক ছাত্র চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহত ছাত্রের নাম হাসানুজ্জামান।

Updated By: Jan 9, 2012, 01:22 PM IST

কলেজ হস্টেলে ঢুকে হামলা চালাল বহিরাগত একদল দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুরের কুমার হস্টেলে। এই হস্টেলে থাকেন কৃষ্ণনাথ কলেজের ছাত্রেরা। হামলায় এক ছাত্র চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহত ছাত্রের নাম হাসানুজ্জামান। তিনি ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। রবিবার রাত দশটা নাগাদ দশ-বারো জন বহিরাগত আচমকা হস্টেল চত্ত্বরে ঢুকে পড়ে বলে জানা গেছে। হস্টেলেক চারপাশে কোনও প্রাচীর না থাকায়, ঢুকতে কোনও বাধা পায়নি ওই বহিরাগতরা। অভিযোগ, তাঁরা ছাত্রদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হস্টেল থেকে ছাত্ররা বেরিয়ে এসে তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। ক্রমে শুরু হয় হাতাহাতি। বহিরাগতেরা ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ছুরির আঘাতেই হাসানুজ্জামান নামে ওই ছাত্রের চোখ গুরুতর জখম হয়েছে। বহিরাগতদের মধ্যে অনেকে মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ। চিকিত্‍সার জন্য আহত ছাত্রকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

.