স্বাধীনতা দিবসে গোর্খাল্যান্ডের দাবি উস্কে দিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দলীয় সাংসদের মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি

স্বাধীনতা দিবসে গোর্খাল্যান্ডের দাবি উস্কে দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা

Updated By: Aug 15, 2015, 03:46 PM IST
স্বাধীনতা দিবসে গোর্খাল্যান্ডের দাবি উস্কে দিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দলীয় সাংসদের মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি

ব্যুরো: স্বাধীনতা দিবসে গোর্খাল্যান্ডের দাবি উস্কে দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা
অবশ্য এই দাবি খারিজ করে দিয়েছেন।

দার্জিলিঙের সাংসদ নিজের বাধ্যবাধকতা থেকেই এ কথা বলছেন? নাকি গোর্খাল্যান্ড প্রসঙ্গে দু-মুখো নীতি নিয়ে চলছে বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলে।   

'গোর্খাল্যান্ডের লোকেরা কবে নিজেদের গোর্খাল্যান্ডবাসী বলে উল্লেখ করতে পারবেন?'' কালিম্পংয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আলুওয়ালিয়ার এই মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি।

গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূলের সম্পর্ক চলছে নরমে-গরমে। গোর্খাল্যান্ডের দাবি আদায়ে বিজেপির সঙ্গে গিয়ে এখনও পর্যন্ত তাদের
বিশেষ লাভ হয়নি। পাহাড়ের মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে বিমল গুরুংদের। মোর্চার অন্দরের খবর, দলের একাংশ এখন তৃণমূলের
সঙ্গে সুসম্পর্ক তৈরির পক্ষে। এই পরিস্থিতিতে, মোর্চার সমর্থনে সাংসদ হওয়া সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ওপরও চাপ বাড়ছে।

নীতিগত ভাবে বিজেপি ছোট রাজ্যের পক্ষে। কিন্তু রাহুল সিনহারা ভালোই জানেন, গোর্খাল্যান্ডের পক্ষে মুখ খুললে সমতলের ভোটব্যাঙ্ক
হারাতে হবে। আবার, আলাদা রাজ্যের দাবিকে একেবারে ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দিলে পাহাড় ও আশপাশের যে সব এলাকায় মোর্চার প্রভাব রয়েছে, সে খানে ভোটে ভরাডুবি নিশ্চিত। তাই, প্রশ্নটা উঠছেই।

দার্জিলিঙের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কি নিজস্ব বাধ্যবাধকতা থেকেই গোর্খাল্যান্ডের পক্ষে কথা বলছেন?

নাকি, গোর্খাল্যান্ড ইস্যুতে আগাগোড়া দু-মুখো নীতি নিয়ে চলছে বিজেপি?

বিধানসভা ভোট যত এগিয়ে আসবে সমতলের সঙ্গে সঙ্গে পাহাড়ের রাজনীতির উত্তাপও ততই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

.