জুয়ার ঠেক ও মদের আসরের প্রতিবাদ করে মার খেলেন এক বৃদ্ধ। পরে দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়ে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে পেটাল ছেলেকে। চপারের কোপ পড়ল মাথায়, হাতে। তাঁকে বাঁচাতে গিয়ে চরম নিগ্রহের শিকার হলেন স্ত্রী, মা, বউদি। পুলিসে অভিযোগ জানালেও ঘটনার চব্বিশ ঘণ্টা পরেও গ্রেফতার হয়নি কেউ। কামারহাটির ম্যাকেঞ্জি রোড।  আবদুল কালামের বাড়ির নিচেই চলে জুয়ার ঠেক এবং মদের আসর।

রবিবার রাতে প্রতিবাদ করে মার খান আবদুল। প্রতিবাদ করে মার খান ছেলেও। আধ ঘণ্টার মধ্যেই ফিরে আসে দুষ্কৃতীরা। দরজা খুলে দেন আবদুলের ছেলে মহম্মদ নিসার। তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথায়, হাতে চপারের কোপ মারে দুষ্কৃতীরা। কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

নিসারকে বাঁচাতে গিয়ে চরম নিগ্রহের শিকার হন তাঁর স্ত্রী, মা এবং বউদি।

 

English Title: 
Old man and family beaten up for protesting against illegal alcohol business
News Source: 
Home Title: 

মদের ঠেকের প্রতিবাদ করে মার খেলেন বৃদ্ধ

মদের ঠেকের প্রতিবাদ করে মার খেলেন বৃদ্ধ
Yes
Is Blog?: 
No
Section: