এবার শীতলকুচিতে আক্রান্ত পুলিস
ফের আক্রান্ত পুলিস। এবার কোচবিহারের শীতলকুচিতে। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা প্রকাশ বর্মনকে গ্রেফতার করতে গিয়ে দলের কর্মী-সমর্থকদের প্রবল বাধার মুখে পড়তে হল পুলিসকে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিসের হাতাহাতিও বেধে যায়। অভিযোগ, ভাঙচুর করা হয় পুলিসের গাড়ি। মাথাভাঙায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সভায় যোগদানের আগে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন প্রকাশ বর্মন।
ওয়েব ডেস্ক: ফের আক্রান্ত পুলিস। এবার কোচবিহারের শীতলকুচিতে। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা প্রকাশ বর্মনকে গ্রেফতার করতে গিয়ে দলের কর্মী-সমর্থকদের প্রবল বাধার মুখে পড়তে হল পুলিসকে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিসের হাতাহাতিও বেধে যায়। অভিযোগ, ভাঙচুর করা হয় পুলিসের গাড়ি। মাথাভাঙায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সভায় যোগদানের আগে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন প্রকাশ বর্মন।
সেসময়ই হানা দেয় পুলিস। তবে তৃণমূলের তরফে পুলিসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। যদিও এসপি রাজেশ যাদব জানিয়েছেন, শীতলকুচিতে পুলিসকে স্থানীয় মানুষের বাধার মুখে পড়তে হয়। তিনি জানান, অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।