ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে গঠিত তিন সদস্যের কমিটি

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে কাজ শুরু করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের তিন সদস্যদের কমিটি। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যবনপাল(বন্যপ্রাণ) এস বি মণ্ডল, বিশিষ্ট হস্তিবিশেষজ্ঞ চিকিত্‍‍‍সক সুকুমার, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর মিস্টার ন্যাগি।
গতকাল রাজাভাতখাওয়া বনবাংলোতে  বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাধিকার এবং নর্থ ফ্রন্টিয়ার রেলের ডিআরএমসহ রেলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এরপর জঙ্গলের ভিতর দিয়ে চলে যাওয়া বেশকয়েকটি রেলপথ এবং  আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া পর্যন্ত বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন তাঁরা।  

English Title: 
new committee formed to prevent elephant death due to train collision
Home Title: 

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে গঠিত তিন সদস্যের কমিটি

No
12137
Is Blog?: 
No
Section: