রমজানে মাসে দল বেঁধেই ভোট দিলেন মুসলিম ভোটাররা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে ভুল প্রমাণ করে পঞ্চায়েত ভোটের প্রথম পর্বে দল বেঁধে ভোট দিলেন মুসলিম ভোটাররা। অনেকে আবার সরাসরি বলে দেন, সরকার আগেই কমিশনের কথা মেনে নিলে রমজান মাসে ভোট হত না। পঞ্চায়েত ভোটের প্রথম পর্বের ভোটগ্রহণ পর্ব যখন চলছে তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত দ্বিতীয় দফার ভোটপ্রচারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে ভুল প্রমাণ করে পঞ্চায়েত ভোটের প্রথম পর্বে দল বেঁধে ভোট দিলেন মুসলিম ভোটাররা। অনেকে আবার সরাসরি বলে দেন, সরকার আগেই কমিশনের কথা মেনে নিলে রমজান মাসে ভোট হত না। পঞ্চায়েত ভোটের প্রথম পর্বের ভোটগ্রহণ পর্ব যখন চলছে তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত দ্বিতীয় দফার ভোটপ্রচারে।
প্রথম দফার ভোটে মুসলিম ভোটারদের লাইন কিন্তু সে কথা বলছে না। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর তাঁরা লাইন দিয়েই ভোট দিয়েছেন। তাঁদের বক্তব্য, পাঁচ বছরে একবার ভোট, ১ দিনের ব্যাপার। রাজ্য মেনে নিলে আগেই ভোট হত।